শরীরহীন ভালোবাসা

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১৫ জানুয়ারি, ২০১৩, ১১:৫৩:২৯ রাত



অক্ষয়তা চেয়েছিলাম ক্ষৌণীতলে,

অরূপ অক্রুর প্রেমের স্পর্শ-মাঝে;

সুর্যাস্তাভার ঔজ্জ্বল্য আচ্ছন্ন করে

আমাদের অনিকেত অলস প্রাণ।

অঘ্রাতা! অনুসূয়া হৃদয় তোমার

অগদ বিসারিল যৌবন-চাতালে;

ক্রমশঃ অভীক অভীপ্সুতায় আমি

অঙ্কারূঢ় হই তোমার গহীনতায়।

অতনুর বিষমাখা শর অঙ্কুশ যেন,

অলক্ত চরণে অর্ঘিত অশ্ম-হৃদয়;

শরীরহীন ভালোবাসা প্রতিদিন-

আমাদের অক্ষয়তার কথা কয়।

বিষয়: সাহিত্য

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File