এটা মোদের সবিনয়-নয় কোন অভিনয়
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০১ এপ্রিল, ২০১৩, ১০:৪৯:৫৩ সকাল
হাসছি দেখ নাচছি মোরা-- খাচ্ছি সুখে বেশ,
গুনগুনিয়ে গাইছি গানা--বাঁধছি মাথার কেশ।
চলছে সকল কাজকর্ম -- ঘরে এবং বাইরে,
নাই কিছুতে ছন্দপতন-ভাবনা কোন নাইরে।
চলছেতো সব আগের মতই-দিন ও রাত হচ্ছে,
চলছে নদী ছন্দ তুলেই - বাতাসও ঠিক বচ্ছে।
বাচ্চগুলোও হাসি মুখেই - ইশকুলেতে যাচ্ছে।
দলবেঁধে সব খেলছে সবাই-ঝালমুড়িও খাচ্ছে।
ফিরছে মানুষ বাজার করে-রান্না ঠিকই চলছে,
চায়ের কাপে আগের মতই-মানুষ কথা বলছে।
চলছে টিভি নাটক দেখা - ঘুমাচ্ছে বেশ সুখে,
নির্ভাবনায় রাত কেটে যায়-ফুটছে হাসি মুখে।
চলছে রেল আর উড়ছে বিমান-ঘুরছে গাড়ীর চাকা,
ব্যাস্ত ভীষণ দেশের মানুষ - কামাচ্ছে ঠিক টাকা।
দেশটা বুঝি রঙ্গ - মঞ্চ - আমরা সবাই অভিনেতা,
ভাবটা যেন স্বাধীন দেশের-আমরা সবাই স্বাধীনচেতা।
দিচ্ছে জীবন ভাই ও বোন- হায়রে মোদের সবিনয়,
চোখ মুছে দেখ হাসছে সবাই -- কি সুন্দর অভিনয়।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন