আগামী ৬ এপ্রিল ঘোষিত ঢাকা অভিমুখ কর্মসূচি বানচালের অপকৌশল ।
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০১ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:২১ সকাল
হেফাজতে ইসলাম ,ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার ঈমানি দাবি ইসলাম বিদ্ধেষী নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে শাস্তির দাবি মেনে নিতে সরকারকে বাধ্যকরার জন্য আগামী ৬ তারিখ ঢাকা অভিমুখ কর্মসূচি দেওয়া হয়েছে । সরকার এই কর্মসূচিকে বানচাল করার জন্য নানা অপকৌশল চালাচ্ছে । সরকার হেফাজতে ইসলামের আমির আল্লামা সফি সহ ঢাকা অভিমুখ কর্মসূচিতে সম্পৃক্ত অনেকের সাথে যোগাযোগ করে বের্ত হওয়ার পর এবার হয়ত সরকার কথিত ব্লগার ইমরান কে গুম কিংবা সাময়িক শশুর বাড়ি (জেল খানায় )আটক করার চিন্তা বাবনা করতেছে । তাই সকল ঈমানদার ও দেশ প্রেমিককে সাবধান থাকতে হবে ।আর কোনো রকম কর্মসূচি থেকে পিচ পা হলে চলবে না .আমাদের বিশ্বাস পিচ পা হবেনও না দেশের আলেম উলামারা ।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন