দেখা না দেখা

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ০১ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:২৯ সকাল

আমি বৃক্ষ দেখিনি কিন্তু ফল দেখেছি , ফল দেখেই বৃক্ষটাকে চিনে নিয়েছি………

দেখিনি মুক্তিযুদ্ধের ধর্ষণকারীদের, দেখেছি মিষ্টি হাতে সেঞ্চুরিয়ানদের

তা দেখেই চিনে নিয়েছি মুক্তিযুদ্ধের ধর্ষকদের …………………

দেখিনি ২৬ এর গণহত্যা, দেখেছি ২৮ এর বর্বরতা

তা দেখেই বুঝে নিয়েছি ২৬, ২৮ এর সম্পরকের ধারা ………………

দেখিনি মুক্তিযুদ্ধের গুম, দেখেছি ছাত্র-শিক্ষক ইলিয়াস আলীদের হারিয়ে যাওয়া

তা দেখেই বুঝে নিয়েছি পূর্বলব্দ জ্ঞানের সময়োপযোগী চর্চা ………………

দেখিনি বুদ্ধিজীবী হত্যা দেখিনি রাজারবাগ, দেখেছি পদ্মায় বুড়িগঙ্গায় খ্যাতনামাদের লাশ

তা দেখেই বুঝে নিয়েছি এই হল গনতন্ত্রের ব্যর্থ আশ্বাস……

দেখিনি ভিনদেশীদের দিয়ে ভাঙতে দেশের খুঁটি, দেখেছি পিলখানার সেই নির্মম ট্র্যাজেডী

তা দেখেই খুজে নিয়েছি নব্য মীরজাফর ও বেগম ঘষেটি……………

দেখিনি কীভাবে করতে হয় দেশ বিক্রি, দেখেছি বিলিয়ে দিতে বিনামুল্লে ট্রানজিট আর ভুমি

দেশ বিক্রয়ে ব্যস্ত দেশপ্রেমিদের তা দেখেই চিনে নিয়েছি ……………………

দেখিনি পানিতে মারতে স্বদেশী, দেখেছি তিস্তা ফারাক্কা চুক্তি

তা দেখেই বুঝে নিয়েছি বন্ধুত্যের খাতিরে নিজ ভাইকে হত্যার অভিনব পদ্ধতি.....................

বুঝিনি স্বাধীনতা কী , দেখছি কাটাতাঁরে ঝুলে থাকা ফেলানি

তা দেখেই বুঝে নিয়েছি বাঙ্গালীর স্বাধীনতার মানে কী ???? ............

দেখিনি প্রতিবেশী বন্ধু , দেখেছি ভারতের রক্তখেক রূপ

তা দেখেই বুঝে নিয়েছি ছোট বন্ধুটিকেই রক্ত দিয়ে যেতে হবে বন্ধুত্যের প্রতিদানস্বরূপ......

দেখিনি চোখের জলের শুকিয়ে যাওয়া ,দেখেছি ইমরান বিশ্বজিতের মায়েদের অশ্রুহীন নির্বাক চেয়ে থাকা

তা দেখেই বুঝে নিয়েছি নরপিশাচরা শুধু ৭১ এই আসেনা ...............

কখনো জানিনি সত্যকে মাটি চাপা দেওয়ার পদ্ধতি, দেখেছি সাগর- রুনির নির্মম পরিণতি

তা থেকে জেনে নিয়েছি সত্যের কবর রচনার মধ্যযুগীও পদ্ধতি.........

বুঝিনি মনবতার মানে কি, দেখেছি পুলিশের বুটের তলায় বেঁচে থাকার আহজারি আর বুলেটে শেলে ক্ষত-বিক্ষত মস্তকহীন দেহগরি

তা দেখেই বুঝে নিয়েছি কাদের কাছে মানবতার মানে কি ???????????......

জানিনি জুয়াড়িদের প্রকারভেদ, দেখেছি শেয়ার মার্কেট চুষে খাওয়া কিছু ভদ্র লোকদের

তা দেখেই বুঝে নিয়েছি জুয়াতো নয় শুধু বায়ান্ন তাসের...............

দেখিনি বিড়ালের তপস্যা সাধন, দেখেছি ধ্যানমগ্ন কাল বিড়ালের মুখোশ উন্মোচন

তা দেখেই বুঝে নিয়েছি রহস্য অফ বিড়ালের ধ্যন............

দেখা অদেখার ভিরে হারিয়ে গেছি আমি......

দিনে দিনে পুরনো জিনিষ নতুনভাবে দেখি …………

বদলে যাওয়া সব কিছুকে চোখের জলে খুঁজি............

বিষয়: সাহিত্য

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File