প্রজন্মের সাক্ষাৎকার(২য় পর্ব)ঃ

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪১:১৯ সন্ধ্যা

১ম ব্যক্তি ঃ (বন্ধু)

প্রশ্ন ঃ কেমন লাগছে প্রজন্ম চত্বর?

উত্তর ঃ কি যে একটা জিনিশ মিস করতেছস...... বিনামুল্যে এমন লাইভ কনসার্ট আর পাবি কোথাও??

২য় ব্যাক্তি ঃ (ব্লগার)

প্রশ্ন ঃ আচ্ছা শাহ্‌বাগে আপনাদের আন্দোলনটা কি রাজনৈতিক সাপোর্ট পাচ্ছে ?

উত্তর ঃ পাগল হইছেন আপনি !! এটা আপামত জনসাধারনের দাবি এখানে কোন রাজনৈতিক নেতার স্থান নেই আমারা ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিসট ও আপামত জনগন কাদের মোল্লা সহ সকল নিজামি ,মুজাহিদদের ফাঁসি চাই । এখানে সাজেদা চৌধুরি ,মাহবুবুল আলম হানিফ প্রমুখ নেতৃবৃন্দকে বোতল ছুরে মারা হয়েছে কোন রাজনৈতিক সমরথন ছাড়াই আমরা আন্দোলন করছি করে যাব ।

প্রশ্ন ঃ মনে মনে হাসলাম যখন বলল রাজনৈতিক নেতার স্থান নেই তখন ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল সাহেবের বক্তিতা চলছে আসে পাশে ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতারা বক্তিতার সিরিয়ালে আছে......... যাহোক জিজ্ঞেস করলাম সরকার আপনাদের পুলিশের নিরাপত্তা বেষ্টনী দিয়ে সহায়তা করছে যেখানে আপনারা তাদের রায়ের বিরোধিতা করছেন আবার বোতল ছুরেও মারছেন ফলস্বরূপ সরকার আবার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ , জাসদ ইত্যাদি আপনাদের সাথে পাঠাচ্ছে এইতো কিছুদিন আগেওত দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন-ভাতা নিয়ে আন্দোলন করায় শিক্ষার্থীদের কি উত্তম টাইনা দিলো পুলিশের লাঠিচার্জ থেকে রেহাই পায়নি ছাত্রীরাও এছাড়া জগন্নাথ , জাহাঙ্গীরনগর, বুয়েটসহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারদলীয় ভিসি’র বিরুদ্ধে সধারন শিক্ষার্থীরা নিজের রক্ত দিয়ে আন্দোলন করছিলো তখন ছাত্রলীগ কি বেদম প্রহারটাই করেছিলো আর মন্ত্রিরা আপনাদের ছাত্রতত নিয়েও প্রশ্ন তুলেছিল...... তা এখন হঠাৎ কি হল যে সবাই এক নিমিশেই এত সাধু হয়ে গেল? আপনিকি কিছু বলবেন এই সম্পর্কে ?

উত্তর ঃ তুই রাজাকার…তুই রাজাকার ……… (এটা কেমন উত্তর ????)

৩য় ব্যক্তি ঃ( মধ্যবয়স্ক ভদ্রলোক)

প্রশ্নঃ বাচ্চাদের নিয়ে আসার রহস্যটা বলবেন প্লিজ?

উত্তর ঃ আরে আর বলনা টিভি দেখে শুধু বায়না করছে শাহবাগ যাব শাহবাগ যাব আমাদেরও ব্যস্ততার কারনে একসাথে ঘুরা হয়না তাই পুরো পরিবার নিয়ে শাহ্‌বাগ চলে এলাম অনেক মানুষের সমাগম ভালই লাগছে বাচ্চারাও খুব এনজয় করছে ।

* পরবর্তীতে আসছে ব্লগার থাবা বাবা সম্পর্কে Exclusive সাক্ষাৎকার।

বিষয়: রাজনীতি

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File