দইওয়ালা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ মার্চ, ২০১৩, ১১:২০:৩৪ সকাল



বোশেখ মাসের এই দুপুরে

পথ দিয়ে যায় ওই,

কাঁধের বাঁকে ঝুড়ির মাঝে

মিষ্টি মধুর দই।

প্রতি দিনই দই নিয়ে সে

যায় যে কত দূরে,

এ গাঁও হতে ও গাঁয়ে সে

বেঁচবে ঘুরে-ফিরে।

রোজ সকালে বেড়িয়ে পড়ে

হোকনা ঝড়-তুফান,

সকল পাড়ায় বেড়ায় ঘুরে

সব গাঁয়ই তার আপন।

গাঁয়ের পথে চলতে গিয়ে

হাঁক দিয়ে যায় দই,

ছেলে-মেয়ে সব ছুটে গিয়ে

জুড়বে যে হই-চই।

রোদে পোড়া মুখ খানি তার

ক্লান্তি নেই মোটে,

দু'এক ভাড় বিক্রি হলেই

অন্য গাঁয়ে ছোটে।

ইচ্ছে হলেই পথের মাঝে

বসে বটের ছায়,

গামছা খানা বিছিয়ে পরে

জুড়িয়ে নেয় তায়।

মনের মতো রং লাগিয়ে

জীবন ছবি আঁকে,

সুদূর পানে তাকিয়ে শুধু

সেই ছবিটি দেখে।

বিষয়: সাহিত্য

২০১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File