রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর আমল নিয়ে চলে গেছেন, আর আমরা বলি : “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন”।
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২১ মার্চ, ২০১৩, ১১:২৩:৩৯ সকাল
সকালে ফেইচবুক খোলে, প্রথমে হেডিং গুলা দেখে যাচ্ছিলাম ।
একটা লাশ রাস্তায় পড়ে আছে, প্বাশে অনেক পুলিশ ।
ছবির কেপশনের লেখা পড়ে বুঝলাম, খুব কাছ থেকে পুলিশ গুলি করে হত্যা করেছে ।
ছবিটা ভালো করে দেখে নিলাম, জানা শুনা পরিচিত কেউ কি না !
নাম ঠিকানা না থাকায় জানতে পারলাম না মৃত লোকটা কে ?
কেপশনে শুধু লেখা: ভাবছি, বর্তমানে পুলিশ যেভাবে মানুষের শরীরে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করছে, এদের কী হবে?
-------------
খুব কষ্ট হলো রাস্তার মধ্যে পড়ে থাকা রক্তাত লাশটা দেখে ।
ফেইচবুকের আরো কয়েকটা হেডিং দেখার পর আরেকটা বড় ছবি ।
ছবিটার উপরে লেখা: গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্বাভাবিক ভাবেই ইন্তেকাল করেছেন ।
আমরা যারা এখন জীবিত আছি, সবাই একদিন না একদিন মৃত্যুর সাধ গ্রহন করতে হবে ।
কেউ হয়তো রাজয়কিও ভাবে, কেউ হয়তো রাস্তায় রক্তাত লাশ হয়ে, কে কখন কি ভাবে মরবো, আমরা কেউই জানিনা ।
মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর বিরুদ্ধে অনেক লিখেছি, তবে ব্যক্তি মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে নয় , রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের বিরুদ্ধে ।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর আমল নিয়ে চলে গেছেন, আর আমরা বলি :
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন”।
“নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো”।
“যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।“
[Al-Baqara :156]
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন