একটি হাদীস

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ৩১ আগস্ট, ২০১৫, ০৯:২২:৫৩ সকাল

(১) তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ

পালন কর না।

(২) তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না।

(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ (সাঃ) কে ভালোবাসো কিন্তু তাঁর সুন্নাহকে

পরিত্যাগ কর।

(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবী কর কিন্তু তোমরা

তার পদাংক অনুসরণ কর।

(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না।

(৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত

তার নিকটবর্তী হচ্ছো।

(৭) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত

কর না।

(৮) তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-

ত্রুটির ব্যাপারে উদাসীন।

(৯) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।

(১০) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ

কর না।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338791
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:২৯
নাবিক লিখেছেন : ভালো লাগলো, হাদিসের সূত্র উল্লেখ করলে আরও ভালো হতো।
338797
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File