পিস টিভি বন্ধ করা হোক! এরা এদেশের মুসলিমদের ঈমান-আকিদা ধ্বংস করছে!
লিখেছেন লিখেছেন মুসলমান ৩১ আগস্ট, ২০১৫, ১০:০০:১৩ সকাল
বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্র মতিঝলে দেওয়ান বাগীর মত মানবরূপী সয়তান মুসলিমদের ইমান-আক্কিদা ধ্বংস করলে মুসলিমদের ক্ষতি হয় না!
-
বাংলাদেশের হাজার হাজার মাজারে প্রতিদিন লক্ষ মানুষ শিরক করে মুশরিক হয়ে যাচ্ছে, তাতে ঈমানের ক্ষতি হয় না!
-
ভারত থেকে নায়ক-নায়িকা(শাহরুখ-রানী) এনে নগ্ন নাচ নাচালে ঈমানের ক্ষতি হয় না!
-
স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা দেখলে ইসলাম ধংস হয় না!
-
বাংলাদেশী হলুদ মিডিয়াগুলোতে প্রত্যেকদিন ইসলাম বিদ্বেষীরা তাদের ইসলাম বিদ্বেষ ছড়ালে তাতে ইসলাম ধংস হয় না!
-
নাস্তিকরা আল্লাহ্ নাবী (সাঃ)কে নিয়ে অশ্লীল কথাবার্তা লিখলে ইসলাম ধংস হয় না!
-
বাংলাদেশে সানি লিয়নের মত দামী পতিতা আসার চেষ্টা করলে ইসলাম ধংস হয় না!
(সূত্রঃ দৈনিক জনকন্ঠ
বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ইমাম-খতিব, আলেম-ওলামা ও মুফতি মুহাদ্দিস-মুফাসসিরগণের সমন্বয় গবেষণা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় আলেম-ওলামাগণ বলেন, জাকির নায়েক তার পিস টিভির মাধ্যমে গ্লোবাল টেরোরিজমের বিস্তার ঘটাচ্ছেন এবং এ অঞ্চলে আইএস তথা ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠীর অনুপ্রবেশের ক্ষেত্র তৈরির মদদদাতা হিসেবে কাজ করছেন। আইএস ইতোমধ্যে ঘোষণা করেছে ২০২০ সালের মধ্যে সমগ্র ভারত থেকে চীন পর্যন্ত তাদের কর্র্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করতে পারে। জাকির নায়েক নিজে লা-মাযহাবী সালাফী মতাদর্শের অনুসারী। তাই তিনি এদেশে লা-মাযহাবী ও স্বাধীনতাবিরোধী জামায়াত-মওদুদী চক্রের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আইএসের পক্ষে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আলেম-ওলামাগণ আরও বলেন, পিস টিভি ইসলামের আকিদা ও শরীয়ত পরিপন্থী অনুষ্ঠান প্রচার করে ধর্মপ্রাণ মুসলিম জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করছে। এর মাধ্যমে জঙ্গীবাদ বিস্তারের পথ সুগম হচ্ছে। ইতোমধ্যে জাকির নায়েকের কর্মকা-ের জন্য সমগ্র ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। ব্রিটেনে তাকে নিষিদ্ধ করা হয়েছে। কানাডা সরকার তার ভিসা বাতিল করেছে। এখন জাকির নায়েক পিস টিভি বাংলা চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে টার্গেট করে তার সম্প্রচার চালিয়ে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে। তাই আলেমগণ বাংলাদেশে জাকির নায়েকের পিস টিভির সম্প্রচারসহ অন্যান্য প্রকাশনা বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তিবাদী মাওলানা মীর হাবিবুর রহমান, প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন, ড. মাওলানা আবদুল্লাহ আল মারুফ, ড. মাওলানা আ জ ম কুতুবুল ইসলাম প্রমুখ।)
-
-
মূল কথা হল এরা চায় এদেশে পীর ব্যবাস, মাজার ব্যবসা টিকিয়ে রাখতে। এই ব্যবসায় ধস নেমেছে পিস টিভি আসায়।
আর এই ব্যবসা টিকিয়ে রাখতে হলে তাদের মাযহাবকেও টিকিয়ে রাখতে হবে। তাতে ইসলামের ক্ষতি করে হলেও মাযহাবের যেন কোন ক্ষতি না হয়।
বিষয়: বিবিধ
২১৪৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আমরা সবার টুটি চেপে ধরি।
আমরা ধর্মনিরপেক্ষ - আমরা নাস্তিক
তাই মোদীরে মোদের ভক্তি অধিক।
আমরা উদারমনা সংস্কৃতি সেবী -
মুসলিম রীতি? গোঁড়া সব। সংস্কৃতি? হিন্দুত্ব, আর দেব-দেবী!
জাকির নায়েক ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করাদের পেটে লাথি দিচ্ছেন । এজন্যই গত বছর পিস টিভির বক্তাদের আসতে দেওয়া হয় নি । আসতে দিতে চাচ্ছে সানি লিওনীদের।
-আপনার পীরসাহেবের নাম কি?
মন্তব্য করতে লগইন করুন