ব্যাংকের সুদ কি হালাল- ১ম অংশ

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ জুন, ২০১৫, ০৯:৪৪:০৩ সকাল

ইলাহী বিধানঃ

(الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا)

অর্থাৎ, যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই অবস্থায় উঠবে যে অবস্থা হয় একজন শয়তান (জিন) পাওয়া লোকের। তাদের উক্তরূপ হাশর হওয়ার কারণ এই যে, তারা বলে, ব্যবসা তো সুদের মতই! অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।[1]

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (278) فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لا تَظْلِمُونَ وَلا تُظْلَمُونَ)

অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (লোকদের নিকট) তোমাদের সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। আর যদি তোমরা এরূপ না কর (সুদ না ছাড়) তবে আল্লাহ ও তাঁর রসূলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা কবুল করে নাও। কিন্তু যদি তোমরা তোওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই। তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না।[2]

নববী বিধান

হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল (সাঃ) সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ‘‘ওরা সকলেই সমান।’’[3]

ফুটনোটঃ[1] (সূরা বাক্বারাহ ২৭৫ আয়াত)

[2] (সূরা বাক্বারাহ ২৭৮ ২৭৯ আয়াত)

[3] (মুসলিম ১৫৯৭নং মিশকাত ২৪৪ পৃঃ)

-শাইখ মুশ্তাক আহমাদ কারীমী

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327067
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : যাজাকাল্লাহ Praying
২২ জুন ২০১৫ দুপুর ০১:৫০
269316
নেহায়েৎ লিখেছেন : বারাকাল্লাহুমা ফিকুম।Praying
327079
২২ জুন ২০১৫ দুপুর ১২:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ । সা্থে আছি..
২২ জুন ২০১৫ দুপুর ০১:৫০
269317
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান। ইনশা আল্লাহ।
327099
২২ জুন ২০১৫ দুপুর ০২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুদ হচ্ছে শোষন আর সমাজে বিভেদ সৃষ্টির প্রধান অস্ত্র।
২৩ জুন ২০১৫ সকাল ০৯:৩৬
269412
নেহায়েৎ লিখেছেন : সুদ মুক্ত সমাজ এখন সময়ের দাবী নয় শুধু ইসলামি বিধানই পারে সমাজকে সুদ মুক্ত করতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File