বিউটিপার্লার!!
লিখেছেন লিখেছেন ড বি এম মফিজুর রহমান ২২ জুন, ২০১৫, ১০:১৮:১২ সকাল
স্কুল-কলেজ বিউটি পার্লার কাগজ-কলম নাই,
বইগুলো সব ট্যাবলেট যখন ঘুমিয়ে পড় ভাই।
চেয়ার টেবিল নাও সরিয়ে বিছিয়ে দাও খাট,
পরিমলদের হোক ঠিকানা বসুক ওদের হাট!
ধর্ষণ যখন মামুলী বিষয় রাজপথ থেকে স্কুলে,
প্রতিষ্ঠানে সব একটি করে দাও পার্লার খুলে!
সৌন্দর্যবোধ বাড়াতে হবে নইলে কীসের শিক্ষা?
দেহই নারীর যোগ্যতা বড় তাতেই হোক দীক্ষা।
পার্লার দিয়ে শুরু হোক অনেক কিছু আছে আরো ,
জীবনটাইতো ভোগের রাজ্য নীতির পিছু ছাড়ো!
শিক্ষা সে তো দেহের ভাষা ক্ষুধার জগত জুরে,
পশু রাজ্যে বেমানান যারা চরিত্র নিয়ে ঘোরে।
অঙ্গে অঙ্গে পচন যেথা মাথা থেকে পায়ের নখ,
স্বাভাবিক সেথা স্কুল-কলেজে পার্লার গড়ার শখ।
থাক তোমরা দর্শক হয়ে পতন দেখে চোখ জুড়াক,
রূপের মোহে মাতুক ওরা ফ্রি যদি পায় খোরাক।
ললিত কলা দেহকলা শিল্পকলা বহুকলার চাপে,
কুরআন শিক্ষার সময় নেই নাস্তিক্যবাদের তাপে।
নামায পড়ার জায়গা নেই হিজাব পড়তে মানা,
হারমোনিয়াম, পার্লার থাকলেই শিক্ষা ১৬ আন!!
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন