বাংলা হাদিস হতে

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ জুন, ২০১৫, ১১:০৭:৪৭ সকাল

গ্রন্থঃ কুরআন ও হাদীছের মানদন্ডে সুফীবাদ | অধ্যায়ঃ সূফীবাদ | রচয়িতা / সঙ্কলকঃ আব্দুল্লাহ্ শাহেদ আল-মাদানী

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন মুসলিম ঘুম থেকে উঠে, ঘুমানোর সময়, ঘরে প্রবেশ কিংবা ঘর হতে বের হওয়ার সময় থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সকল যিকির-আযকার পাঠ করতে হবে, তার সবকিছুই শিক্ষা দিয়েছেন। কিন্তু সমস্ত সুফী তরীকার লোকেরা এ সমস্ত যিকির বাদ দিয়ে বিভিন্ন ধরণের বানোয়াট যিকির তৈরী করে নিয়েছে। নকশবন্দী তরীকার লোকেরা যিকরে মুফরাদ তথা শুধু الله (আল্লাহ) الله (আল্লাহ) বলে যিকির করে। শাযেলী তরীকার لا إله إلا الله এবং অন্যান্য তরীকার লোকে শুধু هوهو হু হু বলে যিকির করে থাকে। আল্লামা ইবনে তাইমিয়া বলেনঃ এভাবে আওয়াজ করে বা আওয়াজবিহীন একক শব্দ দ্বারা যিকির করার কোন দলীল নেই; বরং এগুলো মানুষকে বিদআত ও গোমরাহীর দিকে নিয়ে যায়। (মাজমুআয়ে ফতোয়াঃ পৃষ্ঠা নং- ২২৯) আমাদের দেশের বিভিন্ন পীরদের মুরীদদেরকে যিক্রে জলী ও যিক্রে খফী নামে বিভিন্ন ধরণের বিদআতী যিকির করতে দেখা যায়, যেগুলোর কোন শরঈ ভিত্তি নেই।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326979
২১ জুন ২০১৫ সকাল ১১:৪২
দ্য স্লেভ লিখেছেন : জিকির মানে আল্লাহর শ্মরণ। সর্বদা মনের মধ্যে আল্লাহর শ্মরন থাকাই জিকির। আর সহি হাদীসে কিছু দোয়া আছে যা নিজে পড়া সুন্নাহ কিন্তু এক সাথে বসে সমস্বরে চিৎকার করে পড়া সুন্নাহ নয়। এভাবে জিকির তো রসূল(সাঃ)করেননি ,তার সাহাবা,তাবেঈন,তাবে-তাবেঈন কেউ করেননি.....কিছু পীর এসব বিষয় মাটির তল থেকে আবিষ্কার করেছে....
২২ জুন ২০১৫ সকাল ০৯:৩৪
269276
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ভাই। এসব আবিস্কার না করলে তাদের ব্যবসা টিকবে না। কিছুতো একটা মূলধন লাগে ব্যবসা করতে হলে।
326987
২১ জুন ২০১৫ দুপুর ০১:৩৬
হতভাগা লিখেছেন : সোনার বাংলার সোনার দেশ

ভন্ড পীরেরা করলো শেষ
২২ জুন ২০১৫ সকাল ০৯:৩৪
269277
নেহায়েৎ লিখেছেন : ইনশা আল্লাহ তাদের দিন ধীরে ধীরে ফুরিয়ে আসবে।
327032
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : জিকির হল স্মরণে রাখা আর তার সর্বোতকৃষ্ট উপায় হল সকল কাজে দোওয়া ব্যবহার করা৷ ধন্যবাদ৷
২২ জুন ২০১৫ সকাল ০৯:৩৫
269278
নেহায়েৎ লিখেছেন : জি নবী (সাঃ) এর পদ্ধতি অনুসরণ করা।
327037
২১ জুন ২০১৫ রাত ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সার্বক্ষনিক আল্লাহর স্মরনই যিকির। তবে একসাখে কালিমা পড়া যায় সম্ভবত।
২২ জুন ২০১৫ সকাল ০৯:৩৫
269279
নেহায়েৎ লিখেছেন : জি কুরআনে জিকির শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়েছে।
327052
২২ জুন ২০১৫ রাত ০৪:০৯
আফরা লিখেছেন : হতভাগা লিখেছেন : সোনার বাংলার সোনার দেশ

ভন্ড পীরেরা করলো শেষ
২২ জুন ২০১৫ সকাল ০৯:৩৬
269280
নেহায়েৎ লিখেছেন : সব পীরই ভন্ড। ওদের ব্যবসায় আস্তে আস্তে ভাটা পড়ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File