কবিতা-৯ : বাবার জন্যে প্রার্থনা

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২১ জুন, ২০১৫, ১২:৪৬:৪২ দুপুর

(আমার শ্রদ্ধেয় পিতা মরহুম কাজী মোহাম্মদ ইসমাইল-এর স্মরণে। পাঠকদের কাছে তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া চাই।

আমি আমার পরম শ্রদ্ধাভাজন জন্মদাতার কথা বলছি,

যিনি এই মায়ার সংসার, বিশ্ব চরাচর থেকে

পরিবার-পরিজনের সকল মায়া-মমতা ত্যাগ করে

মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে-

আজ হতে দুই দশক পূর্বে বিদায় নিয়েছেন।

যেখান থেকে কেউ আর কোনদিন ফিরে আসে না।

(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)

সংসার, সন্ততিদের ভবিষ্যত নির্বিঘ্ন করতে

তিনি যা যা প্রয়োজন, না চাইতেই

একজন আদর্শ পিতা হিসেবে সবটুকুন দিয়েছেন।

তিনি আমাদের শিখিয়েছেন সত্য ও ন্যায়ের আদর্শ,

নীতি-নৈতিকতা, শিক্ষণীয় কতকিছু।

আরো শিখিয়েছেন মানুষের মাঝে ভেদাভেদ ভুলে,

ধনী-নির্ধন তফাৎ না করে, সেবা আর ত্যাগের মানসিকতা নিয়ে

লোভ-অহংকার আর হিংসা থেকে নিরাপদে থাকতে।

তাঁকে কখনো ছুটতে দেখিনি

অঢেল ধন-সম্পদ, টাকা-কড়ি আর অর্থ-বিত্তের পিছনে।

তবে দেখেছি সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে

হাড়-ভাঙ্গা খাটুনি, রক্ত পানি করা শ্রমলব্ধ অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করতে।

মহান প্রভুর বান্দা হিসেবে গড়ে উঠতে শিক্ষা দিয়েছেন।

তাঁর প্রশংসা, কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং

এই জীবনের পরেও যে আরেক জীবন আছে

তা বার বার স্মরণ করিয়ে দিতেন।

আজ আমাদের কাছে অফুরান প্রেরণার উৎস প্রাণপ্রিয় পিতা নেই,

রেখে গেছেন তাঁর অগাধ ভালবাসা আর সুমহান আদর্শ,

সত্য ও ন্যায়ের পথে চলার অমূল্য নসীহত।

তিনি আমাদের শুধু দিয়েই গেলেন,

আমরা তাঁকে কিছু দিতে পারি নি,

তাঁর জন্যে কিছু করতে পারলাম কই?

তাঁকে কিছুই দেওয়ার আগেই তো মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন।

ভাবি আজ তাঁেক যদি আরো কিছু আমাদের মাঝে পেতাম?

তবে আল্লাহ যা করেন তা আমরা ভাল বলেই মানি,

এটা দীপ্ত ঈমানের পরিচায়ক।

(খাইরিহী ওয়ার্শা রিহী মিনাল্লাহে তা’য়ালা)

যখন কোথাও যাই, বাবার পরিচয় দিই, অথবা লোকে চিনতে পারে

তখন অবস্থা না দেখলে কেউ বিশ্বাস করবে না

অমুকের ছেলে তুমি, দেখতে ঠিক বাবার মতো হয়েছো।

আহারে! কতভাল লোক ছিল, তোমার বাবা।

এমন সোনার মানুষ কি আর কয়টা আছে?

মানুষ তো পাগল পারা, তোমার প্রতি যে ভালবাসা ছিল

তা উপচে পড়ে আমাদের জন্যে।

একদিন এই নশ্বর ধরাধাম থেকে সবাইকে বিদায় নিতে হবে।

পরকালে প্রভুর দরবারে হাজির হতে হবে।

হিসাব-নিকাশের দিবস বড়ই কঠিন!

এ সত্যটা যথাযথভাবে মানুষ মানলে কি আর অমানুষের কাজ করতে পারে?

ওগো দয়াময় প্রভু জগতের অধিপতি,

জানি না পরম শ্রদ্ধেয় বাবা আমার কেমন আছেন?

অন্ধকার এই মাটির কবরে।

হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি

রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।

আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।

জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।

(রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা)

=======

বিষয়: সাহিত্য

১৫৭৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326985
২১ জুন ২০১৫ দুপুর ০১:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জুন ২০১৫ বিকাল ০৪:৫৭
269235
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ..
326986
২১ জুন ২০১৫ দুপুর ০১:৩৩
মাজহারুল ইসলাম লিখেছেন : হে আল্লাহ এই ভাইয়ের দোয়া কবুল করুন।
২১ জুন ২০১৫ বিকাল ০৪:৫৮
269236
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। ধন্যবাদ আপনাকে..
২২ জুন ২০১৫ রাত ১২:১৮
269270
মাজহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহ
327026
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২২
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুক।
২২ জুন ২০১৫ সকাল ১১:৫০
269284
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে।
327027
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগির

আমাদের যাদের শ্রদ্বেয় মাতা-পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের গুনাহ-খাতা মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দিন, হে আল্লাহ্!



২২ জুন ২০১৫ সকাল ১১:৫১
269285
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা। আমিন। ধন্যবাদ..
327028
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : বাবার আদর্শ ধারণ করে এগিয়ে চলুন৷ আপনার আব্বা সহ সকলের মরহুম আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুক৷
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৩
269287
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে,আব্বার জন্য দোয়া করায়..
327038
২১ জুন ২০১৫ রাত ০৯:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ জুন ২০১৫ সকাল ১১:৫১
269286
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ..
327041
২১ জুন ২০১৫ রাত ১১:৪২
এ,এস,ওসমান লিখেছেন : রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগির

আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৩
269288
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে,আব্বার জন্য দোয়া করায়..
327048
২২ জুন ২০১৫ রাত ০৩:৪৩
আফরা লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন ।
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৪
269289
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে।
327066
২২ জুন ২০১৫ সকাল ১১:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহর কাছে দুয়া করছি তিনি যেন আপনার আব্বাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন।আমীন।
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৪
269290
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। অনেক ধন্যবাদ আপনাকে,আব্বার জন্য দোয়া করায়..
১০
327080
২২ জুন ২০১৫ দুপুর ১২:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ভাল লাগলো
জাযাকাল্লাহ
২২ জুন ২০১৫ দুপুর ০১:০৩
269311
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
১১
327301
২৪ জুন ২০১৫ দুপুর ০২:৩০
বার্তা কেন্দ্র লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ ..
২৪ জুন ২০১৫ রাত ১০:৩২
269564
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File