আহলে হাদীস ফেরকা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৩ মে, ২০১৫, ১০:৪৮:২৩ সকাল

পৃথিবীর সবচেয়ে দূরদর্শি চিন্তানায়ক বিশ্বনাবী মুহাম্মাদ সা. বলেছেন, ‘বানী ইস্রায়েলরা ৭২ ফির্কায় বিভক্ত হয়েছিল আর আমার উম্মত ৭৩ ফির্কায় বিভক্ত হবে। তন্মোধ্যে ৭২টা ফির্কা জাহান্নামে যাবে এবং একটি ফির্কা জান্নাতে প্রবেশ করবে। ঐ জান্নাতি ফির্কা তারা যারা আমার এবং আমার সাহাবাদের আদর্শে কায়েম থাকবে’ (তিরমিযী, আবু দাউদ, আহমাদ, মিশকাত)

বিশ্বের সমস্ত পীরের মাথার মণি আব্দুর কাদের জিলানী রহ. বলেন জাহান্নাম থেকে নিজাত পাওয়া ঐ দলটি আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। যার একটি মাত্র নাম আছে, তা হল আহলে হাদীস’ (গুনইয়াতুত ত্বলিবীন, করাচী ছাপা, ৩০৯ পৃষ্ঠা)।

রিজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী হাফেয যাহাবী রহ. বিখ্যাত তা’বেয়ী ইমাম শা’বীর এক উক্তির ব্যাখ্যায় বলেন- ‘ইমাম শা’বীর মতে রাসুল সা. এর সমস্ত সাহাবাগন আহলে হাদিস ছিলেন’ (তাযকিরাতুল হুফফায, ১ম খন্ড, ১ম সংস্করন, ৭৭ পৃষ্ঠা ও দ্বিতীয় সংস্করনের ৮৩ পৃষ্ঠা)।

চার মাহহাবের অন্যতম বরেন্য নেতা ইমাম শাফিয়ি রহ. বলেন-‘আহলে হাদিসরা প্রত্যেক যুগে সাহাবীদের ন্যায়। তাই আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন রাসুলুল্লাহ সা. এর কোন সাহাবীকেই যেন দেখি’(মীযানে শা’রানী; ১ম খন্ড ৫০ পৃষ্ঠা)।

বিশ্বের সমস্ত মুজাহিদদের শিরমণি ও বিশ্বের অতুলনীয় প্রতিভা ইমাম ত্যাইমিয়াহ রহ. বলেন-‘পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে ইসলামের যে মান, ইসলামপন্থীদের মধ্যে আহলে হাদিসদের সেই মান’ (মিনহাজুস সুন্নাহ; ২য় খন্ড ১৭৯ পৃষ্ঠা)।

মহামান্য ইমাম শাফেয়ি রহ. বলেন-‘ইমাম আহমেদ ইবনে হাম্বাল ও সুফয়ান ইবনে উয়ায়নাহ আহলে হাদিস ছিলেন’(রিহলাতুশ শাফিয়ি ১৪ পৃষ্ঠা)।

বিখ্যাত মুহাদ্দিস সুফয়ান ইবনে উয়ায়নাহ বলেন-‘আমাকে আবু হানিফা রাহ. আহলে হাদিস বানিয়েছেন’ (হাদায়িকুল হানফিয়াহ;১৩৪ পৃষ্ঠা)। অতএব যিনি অপরকে আহলে হাদিস বানান সেই আবু হানিফা রহ. নিজে কি আহলে হাদিস ছিলেন না?

সুরা যুমারের ১৩ নং আয়াত ও সুরা আন নাজমের ৫৯ নং আয়াত, সুরা তুরের ৩৪ নং আয়াত সহ কুর’আনের মোট চৌদ্দটি আয়াতে কুর’আনকেই ‘হাদীস’ বলা হয়েছে। আর হাদিশাস্ত্র বিশারদদের পরিভাষায় বিশ্বনাবীর কথা বার্তা এবং কাজ কর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলা হয়। অতএব যারা কুর’আন ও হাদিস অনুসরন করে তারা নিজেদেরকে আহলে হাদিস (কুর’আন ও হাদিস ওয়ালা) বলে পরিচয় দিলে ক্ষতি কি?

আল্লাহ আমাদের সকলকে সুমতি দিন। আমীন!

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319735
১৩ মে ২০১৫ সকাল ১১:১৮
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy হাম তা আমাদের বাংলাদেশে আহলে হাদীস কারা Happy ? ? Happy Happy
১৭ মে ২০১৫ সকাল ০৯:৪২
261549
নেহায়েৎ লিখেছেন : সুরা যুমারের ১৩ নং আয়াত ও সুরা আন নাজমের ৫৯ নং আয়াত, সুরা তুরের ৩৪ নং আয়াত সহ কুর’আনের মোট চৌদ্দটি আয়াতে কুর’আনকেই ‘হাদীস’ বলা হয়েছে। আর হাদিশাস্ত্র বিশারদদের পরিভাষায় বিশ্বনাবীর কথা বার্তা এবং কাজ কর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলা হয়। অতএব যারা কুর’আন ও হাদিস অনুসরন করে তাদেরকে আমাদের বাংলাদেশে আহলে হাদীস বলতে পারেন ।
319790
১৩ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
আফরা লিখেছেন : আপনি কি আহলে হাদীস ?
১৭ মে ২০১৫ সকাল ০৯:৪১
261548
নেহায়েৎ লিখেছেন : আমার পরিচয় আমি মুসলিম। তবে কেউ যদি আবার বিভিন্ন দলে বিভক্ত করতে চায়, তাহলে আমি আহলে হাদীস বৈশিষ্ট্যের মুসলিম বলতে পারেন।
১৭ মে ২০১৫ দুপুর ১২:০৫
261595
আফরা লিখেছেন : জী আমরা ও আহলে হাদীস তবে গোড়া না । আহলে হাদীসদের ভিতর বেদয়াত অনেক কম ।
১৮ মে ২০১৫ সকাল ০৯:২১
261804
নেহায়েৎ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আমিও গোড়া নই। উদারপন্থী বলতে পারেন।
319815
১৩ মে ২০১৫ বিকাল ০৫:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিন্তু আহলে হাদিস গন ও জে কিছু ক্ষেত্রে তাকলিদ এর বাড়াবাড়ির প্রবনতা প্রদর্শন করেন!!
১৭ মে ২০১৫ সকাল ০৯:৪৩
261550
নেহায়েৎ লিখেছেন : বাড়াবাড়ি সকল ক্ষেত্রে বর্জণীয়। এটা সবার জন্যই খারাপ ছাড়া ভাল কিছু বয়ে আনে না।
319841
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
শেখের পোলা লিখেছেন : সব সমস্যার সমাধান বা এ বিষয়ের সব প্রশ্নের উত্তর আপনার শেষের ক লাইনেই রয়েছে৷ ধন্যবাদ মিয়া ভাই৷
১৭ মে ২০১৫ সকাল ০৯:৪৩
261551
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ। অনেক দিন পর! কেমন আছেন?
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
261680
শেখের পোলা লিখেছেন : আল হামদু লিল্লাহ৷ আমার হয়ে খান ভাইরে একটু সজাগ করেন, তাফসীরটা যেন প্রকাশ করতে আর দেরী না করেন৷
১৮ মে ২০১৫ সকাল ০৯:২০
261803
নেহায়েৎ লিখেছেন : মাশা আল্লাহ। ইনশা আল্লাহুল আজীজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File