আবারো প্রমানিত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র"

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ১৩ মে, ২০১৫, ১০:৪১:১৮ সকাল

গতকাল দুপুরে ভারতের মেঘালয়ের মানসিক হাস্পাতালে বিএনপি নেতা সালাউদ্দিনকে পাওয়া গিয়েছে। আমরা যারা মনে করি বাংলাদেশকে বর্তমানে হাসিনা অ্যান্ড কোং পরিচালনা করতেছে আমরা ভুল জানি কারন বাংলাদেশকে সম্পূর্ণ পরিচালনা করতেছে ভারতীয় "র"। সেই দিন বেশি দূরে নাই যেই দিন ভারত আমাদেরকে সম্পূর্ণ দখল করবে। তাবে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিবেনা কারন এতো বড় একটা দেশকে নিজেদের নতুন রাজ্য ঘোষণা দিয়ে তা হজম করতে পারবে না। তাদের বড় প্রতিপক্ষ চীন তা কোন দিন হতে দিবেও না। তার চেয়ে ভালো হয় তাদের নিয়ন্ত্রনে যদি বাংলাদেশকে পরিচালনা করা যায় তাহলে তাদের অর্থনৈতিক, সংস্কৃতিক সহ সব দিক দিয়ে তাদের লাভ। অর্থনৈতিক দিক দিয়ে বলতে তাদের যত দুই নাম্বার পণ্য আছে তা আমাদেরকে গিলাবে তার বিনিময়ে আমাদের থেকে নিবে মোটা অংকের টাকা। যদিও বর্তমানে তা করতেছে। সংস্কৃতি নিয়ে আবার নতুন করে বলার কিছুই নাই।

বিষয়: রাজনীতি

১১৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319845
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
শেখের পোলা লিখেছেন : এ গুলোই হল মুক্তিযুদ্ধের চেতনা৷ এ থেকে বাইরে যাবার পথ বন্ধ৷যারা এপথ মুক্ত রাখতে চাইত তারা জেল ফাঁসীর শিকার৷ অতএব চুপ থাকাই নিরাপদ৷
১৩ মে ২০১৫ রাত ১০:৪১
260948
মাজহারুল ইসলাম লিখেছেন : এই একটা মাত্র চেতনা আমাদের এই দেশ এবং জাতিকে ধ্বংস করে দিচ্ছে। চুপ থাকাও এখন নিরাপদ না।
320189
১৫ মে ২০১৫ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : এটা আগে থেকেই অনেকে জানতো । আপনি মনে নতুন জেনেছেন ।
১৫ মে ২০১৫ দুপুর ০২:২৩
261287
মাজহারুল ইসলাম লিখেছেন : না ভাই নতুন করে জানি না আগেই জানতাম। আসলে ফেসবুকে এই সম্পর্কে অনেক লিখেছি আর এই লেখা ফেসবুকের পোস্ট ছিল। আর বাংলাদেশের "র" এর কয়েক জন বড় বড় দালাল এবং তাদের আড্ডার স্থানের নামও জানি।
320274
১৬ মে ২০১৫ রাত ০১:২৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File