মূর্খ মানুষের চিন্তা-ভাবনা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ৩১ মার্চ, ২০১৫, ১০:০৭:৪৫ সকাল

যার যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই তার মৃত্যু হবে। তবুও খুন-গুম-আত্মহত্যা কারো কাম্য নয়। তাতে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয়। আইনের প্রয়োগ বা আইনের শাসনের ভারসাম্য নষ্ট নয়। নিঃসন্দেহে এটা গুনাহের কাজ। ইদানীং যে হারে ইসলামের উপর আঘাত আর মুসলমানরা খুন-গুম হচ্ছে তাতে করে এক শ্রেনীর মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। তারা অস্ত্র হাতে তুলে নিচ্ছে। এটাও আমাদের কারো কাম্য নয়। এক চরমপন্থা অন্য এক চরমপন্থার জন্ম দেয়। সমাজে শান্তি-শৃঙ্খলার পরিবর্তে ভয় আর আতঙ্ক দেখা দেয়।

আমাদের দেশের বুদ্ধিজীবিদের পেটে কত জিবি পরিমাণ বুদ্ধি আছে সেটা আল্লাহ ভাল জানেন। শত শত মুসলমানকে হত্যা-গুম করা হলেও তারা কোন কথা বলেন না! কারণ মুসলমাদের কোন মানবাধিকার থাকতে নেই। আর মুক্ত চিন্তার নামে ধর্মের উপর আঘাতকারী কোন নোংরা নরকের কীট জাহান্নামে চলে গেলে তাদের চিৎকার-চেচামেচিতে দেশে টেকা দায় হয়। বুদ্ধিজীবীরা যদি এই অন্ধ পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে কথা বলত, তাহলে একটা ভারসাম্য বিরাজ করত।

মানুষ সচেতন হতো, কেউ কারো বিশ্বাসের উপর আঘাত না করে যার যার ধর্ম-কর্ম-চিন্তা নিয়ে চললে সমস্যা হওয়ার কথা না। স্বাধীন দেশে সবার স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে। তোমরা কেন মুক্ত চিন্তার নামে একজন অপর জনের বিশ্বাসের উপর আঘাত কর?!?!?

(তোমরা থাক তোমাদের মুক্তচিন্তা নিয়ে আর যারা ধার্মিক তাদের থাকতে দাও তাদের ধর্ম-কর্ম নিয়ে। তোমাদের কোন অধিকার নাই কারো ধর্মের উপর আঘাত করার)

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311960
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:২০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "তোমরা থাক তোমাদের মুক্তচিন্তা নিয়ে আর যারা ধার্মিক তাদের থাকতে দাও তাদের ধর্ম-কর্ম নিয়ে। তোমাদের কোন অধিকার নাই কারো ধর্মের উপর আঘাত করার"
সমস্যা তো ঠিক এই জায়গাটাতেই ভাইয়া, বেটারা নিজেরা নিজের ইচ্ছামত চলবি চল, কিন্তু তারা মুসলমানদেরকেও ছাড়তে রাজিনা। জোড় করে হলেও তাদের পেছনে লাগতেই হবে।
"তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে, তোমরাও কুফরী কর। (মুমতাহিনা-২)
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:৪১
253032
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। সুন্দর মন্তব্যের জন্য।
311981
৩১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৩
ছালসাবিল লিখেছেন : Broken Heart Surprised Broken Heart
ভাইয় কেমন আছেন Big Grin
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:৪১
253033
নেহায়েৎ লিখেছেন : আলহামদুলিল্লাহ ভাল আছি। আপনি কেমন আছেন?
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৩
253036
ছালসাবিল লিখেছেন : ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনি কি বিবাহিত Smug Love Struck
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৫
253052
নেহায়েৎ লিখেছেন : জ্বি আমি বেবাহেত।Happy
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৭
253054
ছালসাবিল লিখেছেন : তাহলে তো আপনার শালিকা আছে নিশ্চই Love Struck তাই না ভাইয়া Love Struck কিছু করা যায় কি Love Struck Tongue
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৩
253056
নেহায়েৎ লিখেছেন : জি শ্যালিকা ছিল এখনও আছে তবে বিবাহিতা!আপনি অন্য কোথাও ট্রাই করতে পারেন।Happy
৩১ মার্চ ২০১৫ বিকাল ০৪:০০
253063
ছালসাবিল লিখেছেন : তাহলে একটা শালিকা পাতিয়ে ফেলুন Smug ব্যাস হয়েগেল Love Struck Tongue তাছাড়া মামাতো, ফুফাতো, কাকাতো, চাচাতো গুলো কই Angel
311986
৩১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৯
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মাশাআল্লাহ আপনার পোস্ট আমার কাছে সবসময়ই ভাল লাগে, ধন্যবাদ।
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:৪২
253034
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। আপনাকেও অনেক ধন্যবাদ।
312004
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মুক্ত চিন্তার মানেই তো হল অন্যের চিন্তার উপর আঘাত করা!!
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:১৬
253053
নেহায়েৎ লিখেছেন : এটার নাম হওয়া নোংরা বা কূ-চিন্তা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File