মূর্খ মানুষের চিন্তা-ভাবনা
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ৩১ মার্চ, ২০১৫, ১০:০৭:৪৫ সকাল
যার যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবেই তার মৃত্যু হবে। তবুও খুন-গুম-আত্মহত্যা কারো কাম্য নয়। তাতে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয়। আইনের প্রয়োগ বা আইনের শাসনের ভারসাম্য নষ্ট নয়। নিঃসন্দেহে এটা গুনাহের কাজ। ইদানীং যে হারে ইসলামের উপর আঘাত আর মুসলমানরা খুন-গুম হচ্ছে তাতে করে এক শ্রেনীর মুসলমানের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। তারা অস্ত্র হাতে তুলে নিচ্ছে। এটাও আমাদের কারো কাম্য নয়। এক চরমপন্থা অন্য এক চরমপন্থার জন্ম দেয়। সমাজে শান্তি-শৃঙ্খলার পরিবর্তে ভয় আর আতঙ্ক দেখা দেয়।
আমাদের দেশের বুদ্ধিজীবিদের পেটে কত জিবি পরিমাণ বুদ্ধি আছে সেটা আল্লাহ ভাল জানেন। শত শত মুসলমানকে হত্যা-গুম করা হলেও তারা কোন কথা বলেন না! কারণ মুসলমাদের কোন মানবাধিকার থাকতে নেই। আর মুক্ত চিন্তার নামে ধর্মের উপর আঘাতকারী কোন নোংরা নরকের কীট জাহান্নামে চলে গেলে তাদের চিৎকার-চেচামেচিতে দেশে টেকা দায় হয়। বুদ্ধিজীবীরা যদি এই অন্ধ পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে কথা বলত, তাহলে একটা ভারসাম্য বিরাজ করত।
মানুষ সচেতন হতো, কেউ কারো বিশ্বাসের উপর আঘাত না করে যার যার ধর্ম-কর্ম-চিন্তা নিয়ে চললে সমস্যা হওয়ার কথা না। স্বাধীন দেশে সবার স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে। তোমরা কেন মুক্ত চিন্তার নামে একজন অপর জনের বিশ্বাসের উপর আঘাত কর?!?!?
(তোমরা থাক তোমাদের মুক্তচিন্তা নিয়ে আর যারা ধার্মিক তাদের থাকতে দাও তাদের ধর্ম-কর্ম নিয়ে। তোমাদের কোন অধিকার নাই কারো ধর্মের উপর আঘাত করার)
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যা তো ঠিক এই জায়গাটাতেই ভাইয়া, বেটারা নিজেরা নিজের ইচ্ছামত চলবি চল, কিন্তু তারা মুসলমানদেরকেও ছাড়তে রাজিনা। জোড় করে হলেও তাদের পেছনে লাগতেই হবে।
"তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে, তোমরাও কুফরী কর। (মুমতাহিনা-২)
ভাইয় কেমন আছেন
মন্তব্য করতে লগইন করুন