হায়রে শেখ হাসিনা আপনার জন্য আমার আফসোস লাগে.........

লিখেছেন লিখেছেন মাজহারুল ইসলাম ৩১ মার্চ, ২০১৫, ১০:২৪:৩৫ সকাল

আপনার পিতাকে যখন হত্যা করা হয় তখন তার পাশে কেউই ছিল না সবাই নিজের আখের নিয়ে ব্যাস্ত ছিল।

ঠিক আপনার যখন সময় শেষ হয়ে আসবে তখন আপনার বর্তমান কোন নেতা কর্মীকে আপনার পাশে পাবেন না। প্রয়োজনে একটা নাটক করে দেখেন। কারন আপনি যেই কোন নাটকে অভিনয় করতে পারেন।

আজ ওয়াশিকুর বাবু নামের এক নাস্তিক বা মুক্তমনাকে হত্যা করেছে। যদিও সবাই খুশি কিন্তু আমি খুশি না কারন এর সব দোষ এসে পড়ে ইসলাম পন্থীদের উপরে। অথবা সাধারন মাদ্রাসার ছত্রদের উপরে যা অলরেডি হয়ে গেছে। কে মারা গেলো এতে আমার কোন কিছু যায় আসেনা কারন একজন মানুষের ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকার পরও যদি সে নাস্তিক বা মুক্তমনা হয় তাহলে আর কিছুই করার থাকেনা। আমি মনে করি।

আমার কথা হচ্ছে এইভাবে আর কত মায়ের বুক খালি করবেন আপনি? নাকি আপনি আপনার বাবা-মা, ভাই-ভাইর বউদের হত্যার প্রতিশোধ নিচ্ছেন এই দেশের সাধারন মানুষের উপর?

দয়া করে এই সব মানুষ হত্যার নাটক বন্ধ করেন আর না হলে এক দিন এই দেশের সাধারন মানুষ এইসব হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নেমে পড়বে। মানুষ অত্যাচারিত হতে হতে এক সময় অত্যাচার কারীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য জাপিয়ে পড়ে। তখন পালানোর কোন পথ খুঁজে পাবেন না মনে রাখবেন।

নাস্তিকদের বা মুক্তমনাদের এই দেশে বাঁচার অধিকার আছে কিন্তু সেই অধিকার নিয়ে ইসলাম ধর্মের উপর আগাত করার অধিকার তাদের কেউ দেয় নাই। তাই বলে আবার তাদেরকে ইসলাম পন্থীরা হত্যা করেছে তা চিন্তা করবেন না। এদের হত্যার সাথে এদের কেউই জড়িত থাকে বা নারী সংক্রান্ত কোন বিষয় বা টাকা পয়সার লেনদেন জড়িত থাকে। এই সব কিছুর জন্য এদের হত্যা করা হয়ে থাকে। এই সব হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করে বিচার করার অনুরুধ করা গেল।

যদিও এদের হত্যা করা ফরজ হয়ে গিয়েছে।

বিষয়: রাজনীতি

১০৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311968
৩১ মার্চ ২০১৫ সকাল ১০:৫৪
sarkar লিখেছেন : কুলাঙ্গার ওয়াশিক বাবুকে কারা মেরেছে জানিনা।তবে তার মত কুলাঙ্গারদেকে বিচারের আওতায় আনার জন্য আইনের প্রয়োগ দরকার।তা না হলে দেশের আইন শৃঙখলার অবনতি হবে।কারণ এদের কে মারা শরিয়তে ওয়জীব।তাই মুক্তমনা নাম দিয়ে কেউ যেন ইশলাম কে অবমাননা করতে না পারে।সে দিকে খেয়াল রাখতে হবে।
৩১ মার্চ ২০১৫ দুপুর ০১:০৫
253041
মাজহারুল ইসলাম লিখেছেন : যারা আইনের আওতায় আনবে তারাই ইসলাম বিদ্বেষী আবার তারাই এই সব কাজে সরাসরি বা গোপনে সহযোগিতা করে যায় ভাই। আগে তাদের গুরুদেরকে আইনের আওতায় আনতে হবে।

কিন্তু কে আনবে তাদেরকে আইনের আওতায়।
312011
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:০০
sarkar লিখেছেন : তারাই আনবে যারা কথায় কথায় আইনের কথা বলে।
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:০৪
253049
মাজহারুল ইসলাম লিখেছেন : এই সব কুলাঙ্গারদের দিয়ে আইনের শাসন কোন দিন এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
312052
৩১ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৮
sarkar লিখেছেন : বাদ্য করতে হবে।
312320
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:৪০
shaidur rahman siddik লিখেছেন : লেখাটা অনেক ভালো লাগলো।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File