কমলা আর কেনু

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৬:২৪ দুপুর



অফিস হতে ফিরতে বাসায়

কমলা নিয়ে গেনু,

বউ দেখে কয় কমলা কোথায়?

এটা হলো কেনু!

কমলা কেনু কেমনে চিনি

দেখতেতো সব হলুদ,

কমলা ভেবে কেনু কিনে

সাজছে মানুষ বলদ!

ঢাউস বড় কমলা দেখে

মুখে এল জল,

কেনু আবার কেমন জিনিস!

এটা কেমন ফল?

সব হলুদ-ই এক নয় ভাই

দেখে শুনে কিনি,

কেনু একটু টক লাগে আর

কমলা মিষ্টি চিনি!!!

বিষয়: বিবিধ

২১০২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175431
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : নেহায়াত ভাই আস্সালামু আলাইকুম
আপনাকে আমি চিনতে পেরেছি, অনেক চেষ্টা করে আপনাকে আমি খুজে বের করেছি, আপনি এসবি ব্লগেও এই নামে ছিলেন তাইনা? ওটা বন্ধ করে দেয়ার পর আপনাকে আমি অনেক মিস করেছি বিশ্বাস করেন,
এই ব্লগের বদৌলতে আমি আপনাকে খুজে পেয়েছি বলে এই ব্লগের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
128716
নেহায়েৎ লিখেছেন : ওয়াআলাইকুম সালাম। জ্বি ছিলাম ভাই ওখানে। আলহামদুলিল্লাহ। আবার দেখা হলো। আসলে ওই ব্লগ বন্ধ হওয়ার পর আমরা অনেককেই হারিয়ে ফেলেছি ভাই।
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৩
128999
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বিশেষ করে আমি আপনাকে বেশ খুজেছিলাম পাগলের মতো
আমার নাম ছিল মোহাম্মদ ওমর ফারুক পরবী
175434
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
আহমদ মুসা লিখেছেন : আমি তো বেশ কয়েকবার প্রতারিত হয়েছি কমলা আর কেনুর পার্থক্য বুঝতে না পেরে।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
128718
নেহায়েৎ লিখেছেন : এইবার চিন্না ফালাইছি। এখন থেকে দেখে কিনতে হবে।
175435
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : কমলার চামড়া পাতলা হয়, আর কেনুর চামড়া মোটা হয় এবং কমলার চামড়া ফেলতে সহজ আর কেনুর চামড়া সহজে ফেলা যায় না।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
128720
নেহায়েৎ লিখেছেন : ঠিক এবং খাইতেও তেমন স্বাদ লাগে না।
175438
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : আমিও গতকাল এনেছি আজ খেলাম। ভালোই
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
128721
নেহায়েৎ লিখেছেন : কেনু খাইছেন? না কমলা কোনটা?
175442
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : ভেজালের দেশে আসল জিনিষ খুজে বের করা কষ্টকর
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৫
128722
নেহায়েৎ লিখেছেন : আসলেই ভাই সবখানেই ভেজাল।
175461
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : দেখেশুনে কিনতে হবে। ধন্যবাদ Bee Star Rose Rose Rose
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৬
128723
নেহায়েৎ লিখেছেন : চিনতে পারলাম আপা। ইনশা আল্লাহ আর ভুল হবে না।
175502
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
ইমরান ভাই লিখেছেন : আমিও তাহলে সেই দিন কেনু কিনেছিলাম At Wits' End At Wits' End
আর ভুল করা যাবে না Thinking Thinking
কেনু কেনু কনেু Tongue Tongue
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৬
129020
নেহায়েৎ লিখেছেন : কমলা ভেবে কেনু কিনেই
করেছেন এক ভুল,
এখন কেন ক্ষোভের জ্বালায়
ছিড়েন মাথার চুল?
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
129044
ইমরান ভাই লিখেছেন : কালকে গিয়ে জিগাইলাম Frustrated
কমলার দোকানিরে,Frustrated
কোনটা কমলা Frustrated
কোনটা কেনু দেখাইলো সে আমারে, Rolling Eyes
কেনু দেখে মাথাই খারাপ Frustrated
কমলা চেনা ভার,Surprised
সেই দুঃখেতে মাথার চুল ছিরা করছি সাবার। Waiting Waiting Waiting
175505
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
বড়মামা লিখেছেন : কেনু পাকিস্তানে বেশী ভালো হয় এটা গোলাকার হয়না এটকু চেপ্টা হয় ছিলকা কমলা থেকে শক্ত খেতে মিস্টি একটু কম ছুলতে সহজ ।এই জাতিয় ফল পাঁচ ছয় রকমের হয়। বুজে কিনতে হবে ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
129021
নেহায়েৎ লিখেছেন : অনেক ধন্যবাদ কেনু সম্পর্কে সুন্দর ধারণা দেওয়ার জন্য। ভবিষ্যতে সবাই দেখে শুনে কমলা কিনবেন।
175521
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কমলা কেনু একই জাত।
কেনুর রস থেকে ভাল শরবত হয়। কেতৈ না পারলে পাঠিয়ে দিন।
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
129022
নেহায়েৎ লিখেছেন : একই জাত তবে খাইতে স্বাদ একরকম না। পাঠাব কেমনে সবইতো শেষ।
১০
175601
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : কমলা ভেবে কেনু কিনে,
বাড়িত গিয়ে দেখি,
বউ যে আসে তেড়ে আমায়,
বাগিয়ে কেনু একি!
বলে এই কেনুটা চিনে রাখ,
এটা যখন খাবে,
কমলা আর কেনু চেনা
সহজ হয়ে যাবে৷

(কনুইয়ের গুঁতাকে 'কেনু' বলে)

১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
129025
নেহায়েৎ লিখেছেন : না না ভাই কেনুতো নয়
নিয়ে আসে নূন,
রস লবণে মাখিয়ে খেলে
পাবে অনেক গুণ।

এই বলে সে জুস মেকারটা
বাড়িয়ে দিল হাতে,
গেলাস খানা এগিয়ে দিল
আমার খাবার পাতে।

জুসটা যখন রেডি করে
এগিয়ে দিলাম মুখ,
আলগোছে সে হাতে নিয়ে
দিল যে এক চুুমুক!

১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
129220
শেখের পোলা লিখেছেন : ভাগ্যবানের ভাগ্যবতি
দারুন সমাহার।
সবার কপাল এমন হোক,
শুনেন সমাচার৷
১১
175778
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩০
আওণ রাহ'বার লিখেছেন : পিলাচ কমলা কেনু পিলাচ পিলাচ কমলা।
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
129030
নেহায়েৎ লিখেছেন : অনেক ধন্যবাদ। কমলা কেনু পড়া এবং মন্তব্য করার জন্য। মাঝে মাঝে কবিতা চলে আসে। ভাবছি বাদ দিয়ে দেব।
১২
175887
১১ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন :
সিলেটের কমলা আনারস তোমরা খাইছনিরে
কমলার বিচি গেলে গুড়মুড় গুড়মুড় করে।
(সিলেটি গান)
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
135364
নেহায়েৎ লিখেছেন : সিলেটের আঞ্চলিক গানগুলো খুব সুন্দর। জ্বি কমলা আর আনারস খাইছি।
১৩
175989
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : উপরে সবাই পার্থক্যটা ভালো করে বুঝিয়েছে। চিনে রাখেন,এবার ভুল হলে খবর আছে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
135365
নেহায়েৎ লিখেছেন : ইনশা আল্লাহ ভুল হবে না ভাই। পরে আবার কমলা কিনেছিলাম।
১৪
176226
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩১
জোবাইর চৌধুরী লিখেছেন :
অনেক ভালো লাগল।

অফিস হতে ফিরতে বাসায়
কমলা নিয়ে গেনু,
বউ দেখে কয় কমলা কোথায়?
এটা হলো কেনু!

ধন্যবাদ আপনাকে।
Rose Rose Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
135366
নেহায়েৎ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই আপনাকেও। ভাল লাগার জন্য।
১৫
183143
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
135367
নেহায়েৎ লিখেছেন : ভাল লাগায় ধন্যবাদ। Happy
১৬
197540
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:১১
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : নেহায়েত ভাই,কিছু ইসলামিক কবিতা লেখেন।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
147535
নেহায়েৎ লিখেছেন : ভাই আমিও এই কথাটা ভাবি মাঝে মাঝে। এখনতো একেবারেই কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছি। তবে ভাবছি ইসলামী কবিতা লিখব কিনা। দু'আ করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File