কমলা আর কেনু
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৬:২৪ দুপুর
অফিস হতে ফিরতে বাসায়
কমলা নিয়ে গেনু,
বউ দেখে কয় কমলা কোথায়?
এটা হলো কেনু!
কমলা কেনু কেমনে চিনি
দেখতেতো সব হলুদ,
কমলা ভেবে কেনু কিনে
সাজছে মানুষ বলদ!
ঢাউস বড় কমলা দেখে
মুখে এল জল,
কেনু আবার কেমন জিনিস!
এটা কেমন ফল?
সব হলুদ-ই এক নয় ভাই
দেখে শুনে কিনি,
কেনু একটু টক লাগে আর
কমলা মিষ্টি চিনি!!!
বিষয়: বিবিধ
২১০২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আমি চিনতে পেরেছি, অনেক চেষ্টা করে আপনাকে আমি খুজে বের করেছি, আপনি এসবি ব্লগেও এই নামে ছিলেন তাইনা? ওটা বন্ধ করে দেয়ার পর আপনাকে আমি অনেক মিস করেছি বিশ্বাস করেন,
এই ব্লগের বদৌলতে আমি আপনাকে খুজে পেয়েছি বলে এই ব্লগের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ
আমার নাম ছিল মোহাম্মদ ওমর ফারুক পরবী
আর ভুল করা যাবে না
কেনু কেনু কনেু
করেছেন এক ভুল,
এখন কেন ক্ষোভের জ্বালায়
ছিড়েন মাথার চুল?
কমলার দোকানিরে,
কোনটা কমলা
কোনটা কেনু দেখাইলো সে আমারে,
কেনু দেখে মাথাই খারাপ
কমলা চেনা ভার,
সেই দুঃখেতে মাথার চুল ছিরা করছি সাবার।
কেনুর রস থেকে ভাল শরবত হয়। কেতৈ না পারলে পাঠিয়ে দিন।
বাড়িত গিয়ে দেখি,
বউ যে আসে তেড়ে আমায়,
বাগিয়ে কেনু একি!
বলে এই কেনুটা চিনে রাখ,
এটা যখন খাবে,
কমলা আর কেনু চেনা
সহজ হয়ে যাবে৷
(কনুইয়ের গুঁতাকে 'কেনু' বলে)
নিয়ে আসে নূন,
রস লবণে মাখিয়ে খেলে
পাবে অনেক গুণ।
এই বলে সে জুস মেকারটা
বাড়িয়ে দিল হাতে,
গেলাস খানা এগিয়ে দিল
আমার খাবার পাতে।
জুসটা যখন রেডি করে
এগিয়ে দিলাম মুখ,
আলগোছে সে হাতে নিয়ে
দিল যে এক চুুমুক!
দারুন সমাহার।
সবার কপাল এমন হোক,
শুনেন সমাচার৷
সিলেটের কমলা আনারস তোমরা খাইছনিরে
কমলার বিচি গেলে গুড়মুড় গুড়মুড় করে।
(সিলেটি গান)
অনেক ভালো লাগল।
অফিস হতে ফিরতে বাসায়
কমলা নিয়ে গেনু,
বউ দেখে কয় কমলা কোথায়?
এটা হলো কেনু!
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন