বৃদ্ধা মা কে কুমিল্লা থেকে এনে বরিশালের গৌরনদি এলাকায় ফেলে পালিয়েছে দুই ছেলে।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৪:১৩ দুপুর
যে মায়ের কারনে এ সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়েছে তার সন্তানেরা,সেই গর্ভধারিনী মা বৃদ্ধ হওয়ায় পরিবারের কাছে এখন বোঝা হয়ে দাড়িয়েছেন। সেই বোঝা দূর কর তে কুমিল্লা থেকে গাড়িতে করে এনে বরিশালের গৌরনদিতে ফেলে রেখে গিয়েছে। আট দিন ধরে ওয় বৃদ্ধ মায়ের ঠাই হয়েছে ঢাকা-বরিশাল মহা সড়কের টর্কী বাস স্ট্যান্ডে। তিনি বলেন তার ছেলে শামীম ও শাহীন গাড়িতে করে এখানে এনে বসিয়ে রেখেছে।এছাড়া বৃদ্ধ আরাফাতুন নেছা আর কিছুই বলতে পার্ছেন না।কথার ফাকে তার দুই ছেলের নাম ধরে ডাক দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।আরাফাতুন নেছার গগনবিদারী কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
সন্তানের প্রতি মায়ের যে কত ভালবাসা তা বৃদ্ধ আরাফাতুন নেছার আহাজারি না দেখ লে বোঝানো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলি তার বাড়িতে নেয়ার এখা ধিক চেষ্টা করেও ব্যার্থ হন। বৃদ্ধা মায়ের বিশ্বাস তার সন্তানেরা তাকে নিয়ে যাবে।
চিন্তা করে দেখ মানবতা কোথায় গিয়ে দাড়িয়েছে। খবর টি পড়ে নিজে শুধু অবাক হ্নই,লেখার সময় বিশ্বাস করেন আমার চোখের পানি অজোর ধারায় পড়ছিল।
তাই অন্তর থেকে ঘৃনা জানাই সন্তান নামক পশু দের।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমাজে নীরব ভাঙ্গন চলছে। প্রগতিশীল ভূত অবশেষে বাঙ্গালীকে কাবু করলো
০ শিরোনাম দেখে মনে করেছিলাম যে ছেলে দুটো মাকে নদিতে ফেলে পালিয়ে গেছে ।
''সেই বোঝা দূর কর তে কুমিল্লা থেকে গাড়িতে করে এনে বরিশালের গৌরনদিতে ফেলে রেখে গিয়েছে। আট দিন ধরে ওয় বৃদ্ধ মায়ের ঠাই হয়েছে ঢাকা-বরিশাল মহা সড়কের টর্কী বাস স্ট্যান্ডে। ''
০ এখন বোঝা গেল যে সেটা বরিশালের গৌরনদি নামক এলাকা । নদীতে মানে পানিতে ফেলে দেয় নাই ।
''বৃদ্ধা মায়ের বিশ্বাস তার সন্তানেরা তাকে নিয়ে যাবে। ''
০ মা তারপরও অপেক্ষা করছে যে তার ছেলেরা তাকে নিতে আসবে । ইনশা আল্লাহ আশা করি সেটাই হোক ।
হলুদ সাংবাদিকতার ঝাঁঝ টুমরোতেও লেগেছে ।
০ ১০ মাস ১০ দিন না , ৯ মাস ১০ দিন মানে ২৮০ দিন মানে ৪০ সপ্তাহ ।
হে আল্লাহ এরকম সন্তানদের কে হেদায়াত দান করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন