বৃদ্ধা মা কে কুমিল্লা থেকে এনে বরিশালের গৌরনদি এলাকায় ফেলে পালিয়েছে দুই ছেলে।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৪:১৩ দুপুর



যে মায়ের কারনে এ সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়েছে তার সন্তানেরা,সেই গর্ভধারিনী মা বৃদ্ধ হওয়ায় পরিবারের কাছে এখন বোঝা হয়ে দাড়িয়েছেন। সেই বোঝা দূর কর তে কুমিল্লা থেকে গাড়িতে করে এনে বরিশালের গৌরনদিতে ফেলে রেখে গিয়েছে। আট দিন ধরে ওয় বৃদ্ধ মায়ের ঠাই হয়েছে ঢাকা-বরিশাল মহা সড়কের টর্কী বাস স্ট্যান্ডে। তিনি বলেন তার ছেলে শামীম ও শাহীন গাড়িতে করে এখানে এনে বসিয়ে রেখেছে।এছাড়া বৃদ্ধ আরাফাতুন নেছা আর কিছুই বলতে পার্ছেন না।কথার ফাকে তার দুই ছেলের নাম ধরে ডাক দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।আরাফাতুন নেছার গগনবিদারী কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

সন্তানের প্রতি মায়ের যে কত ভালবাসা তা বৃদ্ধ আরাফাতুন নেছার আহাজারি না দেখ লে বোঝানো সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলি তার বাড়িতে নেয়ার এখা ধিক চেষ্টা করেও ব্যার্থ হন। বৃদ্ধা মায়ের বিশ্বাস তার সন্তানেরা তাকে নিয়ে যাবে।

চিন্তা করে দেখ মানবতা কোথায় গিয়ে দাড়িয়েছে। খবর টি পড়ে নিজে শুধু অবাক হ্নই,লেখার সময় বিশ্বাস করেন আমার চোখের পানি অজোর ধারায় পড়ছিল।

তাই অন্তর থেকে ঘৃনা জানাই সন্তান নামক পশু দের।

বিষয়: বিবিধ

১৬৫৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175436
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
আইমান হামিদ লিখেছেন : দিন দিন মানুষের মাঝে মানবিকতাবোধ কমে যাচ্ছে।
সমাজে নীরব ভাঙ্গন চলছে। প্রগতিশীল ভূত অবশেষে বাঙ্গালীকে কাবু করলো
175441
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৬
আহমদ মুসা লিখেছেন : কোথায় যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা! এই অমানবিক কর্মকান্ডের পেছনে অনেক কারণ জড়িত থাকতে পারে। যে সন্তানগুলো এই গর্হিত কাজটি করেছে তারা অবশ্যই একটি চরম অমানবিক ও অন্যায় আচারণ করেছে। কিন্তু এই কাজটির জন্য শুধু বৃদ্ধা মহিলার দু'সন্তানকেই দায়ী করলে চলবে না। এর অন্তর নিহিত রহস্যও জানা জরুরী। আপন মা'কে এভাবে নদীর ধারে পরিত্যক্ত রেখে যাওয়ার শিক্ষা কোথা থেকে পেলো, কিভাবে তাদের মাথায় এই চিন্তার উন্মেষ ঘটলো, কি কি কারণে মা'য়ের প্রতি এমন নির্দয় হতে তাদেরকে বিবেগে বাধা দিল না- এসব কিছু বিশ্লেষণ করলে আমার মনে হয় আসল কারণটি বুঝা যাবে। আমরা যারা 'ইসলাম', ইসলাম ও ইসলামী সভ্যতার বিকাশ ঘটাবার কথা বলে বেড়াচ্ছি তাদের কথাকে হয়তো প্রগতিশীলতার পরিপন্থী বলে তুচ্চ তাচ্যিল্ল করে ফেলে দেয়া হবে। কিন্তু সত্যিকার অর্থেই যদি কোন সন্তান ইসলামিক পরিবেষে ও ইসলামিক পারিবাবিক বন্ধননীতির নৈতিক দিকগুলো দরদের সাথে বুঝার চেষ্টা করি তবে তাতেই এসব সামাজিক ও পারিবারিক দুঃখজনক এবং বেদনায়ক ঘটনা সৃষ্টির ব্যাপারটি হৃদয়ঙ্গম করা সহজ হবে।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৩
128738
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি এখনো মায়ের কথা মনে হলে রাতে গুনগুন করে বলি মাগো তোমার চাঁদমাখা মুখ দেখা হয়না কতদিন।
175459
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : এটা কিভাবে সম্ভব? Sad Praying Praying Praying
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
128735
বাংলার দামাল সন্তান লিখেছেন : মানুষরুপি জানায়োরের পক্ষে সবই সম্ভব
175463
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১০
মোঃজুলফিকার আলী লিখেছেন : হায়রে! পাতকি স্বার্থ! স্বার্থ ফুরিয়ে গেলে প্রয়োজন শেষ হয়ে যায়। সে রকম আর কি? এই হলো বিবেকবোধ। আমরা ডিজিটালের কথা বলি। মিথ্যার ফুলঝুড়িকে সত্য ভাবি। এইতো আমাদের অবস্থা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২২
128737
বাংলার দামাল সন্তান লিখেছেন : যে মায়ের পায়ের নিচে জান্নাত আজ আমরা সেই মাকে কষ্ট দিচ্ছি!
175468
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
হতভাগা লিখেছেন : 'বৃদ্ধা মা কে নদীর ফেলে পালিয়েছে দুই ছেলে।''

০ শিরোনাম দেখে মনে করেছিলাম যে ছেলে দুটো মাকে নদিতে ফেলে পালিয়ে গেছে ।

''সেই বোঝা দূর কর তে কুমিল্লা থেকে গাড়িতে করে এনে বরিশালের গৌরনদিতে ফেলে রেখে গিয়েছে। আট দিন ধরে ওয় বৃদ্ধ মায়ের ঠাই হয়েছে ঢাকা-বরিশাল মহা সড়কের টর্কী বাস স্ট্যান্ডে। ''

০ এখন বোঝা গেল যে সেটা বরিশালের গৌরনদি নামক এলাকা । নদীতে মানে পানিতে ফেলে দেয় নাই ।

''বৃদ্ধা মায়ের বিশ্বাস তার সন্তানেরা তাকে নিয়ে যাবে। ''

০ মা তারপরও অপেক্ষা করছে যে তার ছেলেরা তাকে নিতে আসবে । ইনশা আল্লাহ আশা করি সেটাই হোক ।

হলুদ সাংবাদিকতার ঝাঁঝ টুমরোতেও লেগেছে
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
128734
বাংলার দামাল সন্তান লিখেছেন : দুঃখিত ভাইয়া ভুল লেখার জন্য, কথাটি হবে-বৃদ্ধা মা কে কুমিল্লা থেকে এনে বরিশালের গৌরনদি এলাকায় ফেলে পালিয়েছে দুই ছেলে। ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
175487
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
বিন হারুন লিখেছেন : খবরটি পড়ে নিজেকে মায়ের সন্তান পরিচয় দিতে লজ্জা পাচ্ছে.
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
128732
বাংলার দামাল সন্তান লিখেছেন : ওরা মানুষ না মানুষ নামক জনোয়ার
175495
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : পড়ে গায়ের লোম শিউরে উঠলো। কত নীচে নেমে গেছি আমরা।
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
128731
বাংলার দামাল সন্তান লিখেছেন : যে মা ১০মাস ১০দিন গর্ভে ধারন করে আমরা তার প্রতিদান এভাবে দিলাম!
১০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
128824
হতভাগা লিখেছেন : ''যে মা ১০মাস ১০দিন গর্ভে ধারন করে আমরা তার প্রতিদান এভাবে দিলাম! ''

০ ১০ মাস ১০ দিন না , ৯ মাস ১০ দিন মানে ২৮০ দিন মানে ৪০ সপ্তাহ ।
175540
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ! এটা কিভাবে সম্ভব!!!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
134127
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশে সবই সম্ভব ভাই!
175571
১০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,হে আল্লাহ এরকম সন্তানদের কে হেদায়াত দান করুন আমীন
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
134128
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিন
১০
178250
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
অজানা পথিক লিখেছেন : اهدنا الصراط المستقيم
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
134129
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
১১
181352
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
মুমতাহিনা তাজরি লিখেছেন : এটা পড়ে আমার চোখের পানি চলে এসেছে। কতটা নীচে নেমে গেছে ওরা।
হে আল্লাহ এরকম সন্তানদের কে হেদায়াত দান করুন। আমীন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
134131
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আমি যখন লিখলাম তখন আমার দুই চোখ বেয়ে পানি পড়তে ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File