কেউবা শুধু
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৫:১০ সকাল
কেউবা জীবন ধন্য করে
কেউবা করে নষ্ট,
সুখের জীবন কাটবে কারো
কেউবা পাবে কষ্ট।
কেউ বলিবে মিথ্যা ভাষণ
কেউবা বলে সত্য,
কেউ বলিবে সাধু ভাষায়
কেউবা বলে কথ্য।
কেউ চলিবে সামনে-পিছে
কেউবা ডানে-বায়ে,
কেউ চলেছে আকাশ পথে
কেউবা হাঁটে পায়ে।
কেউবা খাবে কোরমা-পোলাও
পায়না কেহ পান্তা,
কেউ-বা মরে অন্ধকারে
কেহ সকল জান্তা।
কেউবা শুধু কাঁদছে দুঃখে
কেউবা হাসে সুখে,
চোখের ভাষায় কেউবা বলে
কেউবা বলে মুখে।
কাটছে কারো সেবা করেই
কেউবা সেবা নিচ্ছে,
কেউবা শুধু চাচ্ছে আরো
কেউ বিলিয়ে দিচ্ছে।
কেউবা মরে রইল বেঁচে
কেউবা বেঁচে মৃত,
পাচ্ছে সবাই সকল কিছু
কর্ম দ্বারা কৃত।
বিষয়: সাহিত্য
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন