একটা মাত্র ভোটের জন্য কি মানুষ প্রধানমন্ত্রী কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করে পাপি হতে চায় !

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫১:৫৭ সকাল



মাঠে শেখ হাসিনার বক্তিতা আর কিছু হুজুরের ওয়াজের মধ্যে একটা মিল আছে ।

যেমন: হুজুর বললেন, আজথেকে আপনারা পাচঁ ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করুন,- হাত তুলুন ।

সবাই হাত তুলল । কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায়, কেউ লজ্জায় অর্থাৎ সবাই যখন উপরে হাত তুলছে তখন তো সবার সংগে উপরে হাত তুলতেই হবে অর্থাৎ ওয়াদা করছি এর প্রতিক হাত তুলা ।

এখন যদি ওই ওয়াদা কারি ব্যত্তি নামাজ না পড়ে, তথন তাঁর দুইটি অপরাধ হলো, একটি, আল্লাহ’র আদেশ পালন না করা, অন্যটি হুজুরে কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করা ।

গত কাল ৩-২-১৩.রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানীঘাট মাঠে নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে জনতাকে দুই হাত তুলে ওয়াদা করারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আর এই ভাবে যদি জন সভায় মানুষ কে এনে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করানো হয়, তা হলে ৯৯% নিশ্চিত নৌকা্ আবার ক্ষমতায় আসবে ।

একটা মাত্র ভোটের জন্য কি মানুষ প্রধানমন্ত্রী কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করে পাপি হতে চায় !

বিষয়: রাজনীতি

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File