ধর্মের উপর আঘাত আসলে করে কারা, শাস্তিই বা পায় কারা ??
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৩:৫৫ বিকাল
আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এবং নিজামি সাহেবকে আওয়্যামিলিগ গ্রেফতার করেছিল ধর্ম অবমাননার অভিযোগে ।
যদিও সেখানে ছিল না এমন ধরনের কোন কথা ।
অথচ আজ প্রকাশ্যে ধর্মীয় অনুভূতির উপর আঘাত করলেন সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, আমি কিন্তু হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধি। আমি জামায়াতে ইসলামীর বিরোধি। তার চেয়েও হজ ও তাবলীগ জামাতের বেশি বিরোধি। তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোন কাম নাই। এদেও কোন প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রি বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের ৫ হাজার টাকা করে ৫‘শ কোটি টাকা খরচ হয়। তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারিরা প্রতিবছর একবার একসাথে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।(নাউযুবিল্লাহ )
কিন্তু তারপরও আমি জানি তার কোন শাস্তিই হবে না ।
কারন আপনাদের জানা আছে সবার ।
তবে এভাবেই ইসলামের উপর আঘাত সয়ে যাব আমরা ?
আর ধর্ম অবমাননার নামে সাধারন আলেমদেরকে জেলে পচে মরতে হবে ?
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামাল আতাতুর্ক ও এত নিচে নামে নাই।
আল্লাহতায়ালা বলেন-
"আমি রশি ঢিল দিয়েছি [ওয়া নুমলী লাহুম]
এবং
"তোমার রবের পাকড়াও বড়ই কঠিন"
[ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ]
মন্তব্য করতে লগইন করুন