বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান !!! একুশের চেতনা আজ ভুলন্ঠিত !!!
লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৫:৫২ রাত
স্বাধীনতা বিরোধী জামাত শিবির দেশের কোন উন্নয়ন না অগ্রগতিতে কোন দিন অংশগ্রহণ করে তো নাই। বরং তারা সারাজীবন দেশের সাথে বেঈমানি করেছে। অথচ গত উপজেলা নির্বাচনে জামাতের ব্যপক জনপ্রিয়তা দেশপ্রেমিক লাখো জনতার গালে চপেটাঘাত করেছে। এ জন্যেই কি আমরা একুশের চেতনাকে ধারন করে ১৯৭১ এ মুক্তিযুদ্ধ করেছিলাম?
তবে কি আরেকটি জঙ্গী রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে বাংলাদেশ? কোথায় আজ সালাম, জব্বার, বরকত, শফিক? তারা কি কবরে ঘুমিয়ে শান্তিতে আছে? জীবন দিয়ে রক্ষা করেছিল মা, মাতৃভাষাকে । অথচ তাদের জীবনের কি প্রতিদান আমরা দিয়েছি?
হ্যাঁ ভাল কথা , গোলাম আযম সাহেবও কিন্তু ভাষা আন্দোলন করেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি পান নি। আমি সেই দাবিও জানাই।
আমার শেষ কথাটি কি আমার এত ক্ষনের একুশের চেতনাকে ভুলন্ঠিত করল? জানতে চাই সচেতন সমাজের কাছে।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশান্তিতে আছে আওয়ামীরা কারণ তারা এখনো দেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করতে পারে নাই।
বাধার কারণ হচ্ছে বাংলাদেশে ইসলাম পন্থি দল গুোর প্রবল বিরোধিতা।
মন্তব্য করতে লগইন করুন