বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান !!! একুশের চেতনা আজ ভুলন্ঠিত !!!

লিখেছেন লিখেছেন জুনাইদ হোসেন সবুজ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৫:৫২ রাত

স্বাধীনতা বিরোধী জামাত শিবির দেশের কোন উন্নয়ন না অগ্রগতিতে কোন দিন অংশগ্রহণ করে তো নাই। বরং তারা সারাজীবন দেশের সাথে বেঈমানি করেছে। অথচ গত উপজেলা নির্বাচনে জামাতের ব্যপক জনপ্রিয়তা দেশপ্রেমিক লাখো জনতার গালে চপেটাঘাত করেছে। এ জন্যেই কি আমরা একুশের চেতনাকে ধারন করে ১৯৭১ এ মুক্তিযুদ্ধ করেছিলাম?

তবে কি আরেকটি জঙ্গী রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছে বাংলাদেশ? কোথায় আজ সালাম, জব্বার, বরকত, শফিক? তারা কি কবরে ঘুমিয়ে শান্তিতে আছে? জীবন দিয়ে রক্ষা করেছিল মা, মাতৃভাষাকে । অথচ তাদের জীবনের কি প্রতিদান আমরা দিয়েছি?

হ্যাঁ ভাল কথা , গোলাম আযম সাহেবও কিন্তু ভাষা আন্দোলন করেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি পান নি। আমি সেই দাবিও জানাই।

আমার শেষ কথাটি কি আমার এত ক্ষনের একুশের চেতনাকে ভুলন্ঠিত করল? জানতে চাই সচেতন সমাজের কাছে।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180383
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হ্যাঁ ভাল কথা , গোলাম আযম সাহেবও কিন্তু ভাষা আন্দোলন করেছিলেন। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি পান নি। আমি সেই দাবিও জানাই।
180389
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
সজল আহমেদ লিখেছেন : হুঁ
180401
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৮
নাবীল লিখেছেন : সালাম,বরকত,রফিক,জাব্বার এরা কবরে শান্তিতেই আছে।
অশান্তিতে আছে আওয়ামীরা কারণ তারা এখনো দেশকে ভারতের করদ রাজ্যে পরিনত করতে পারে নাই।
বাধার কারণ হচ্ছে বাংলাদেশে ইসলাম পন্থি দল গুোর প্রবল বিরোধিতা।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
133335
ইকুইকবাল লিখেছেন : সহমত ব্লগার বন্ধু
180454
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
ইকুইকবাল লিখেছেন : যুদ্ধ করেও কাদের সিদ্দিকী রাজাকার, ভাষা সৈনিক হয়েও জেলে থাকে-------------
180471
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ওরা কখনো দেশের উন্নতি চায়নি বলেই দুজন মন্ত্রীর কোন দুর্নীতি আপনাদের মিডিয়াগুলো বাইনোকুলার দিয়েও খুজে পায়নি।
180539
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৯
তহুরা লিখেছেন : ভাষার দিবস ৮ই ফালগুন না হয়ে, ইংরেজী মাসে কেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File