সরকারের নির্যাতন পাকবাহিনীকেও ছাড়িয়ে গেছে: কর্নেল অলি বীর বিক্রম
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২২ মার্চ, ২০১৩, ০৩:০০:৫০ দুপুর
শুক্রবার সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন পাক হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে মানুষকে যেভাবে কুকুরের মতো মারা হচ্ছে পাকবাহিনীও এমন নির্মমভাবে মানুষ হত্যা করেনি। সম্প্রতি বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পুলিশি নির্যাতন, হত্যা, গণপ্রেফতার, ১৮ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার নির্বিচারে মানুষ হত্যা, জুলুম-নির্যাতন করছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, এ সরকার নির্বিচারে গুলি চালিয়ে একদিনে ৭৭ জন এবং এক মাসের ব্যবধানে মোট ১৭০জন মানুষ হত্যা করেছে। এটাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামীলীগের এ ধরণের বর্বরতা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানায়। ইয়াহিয়ার অত্যাচারকেও বর্তমান সরকারের নির্যাতন ছাড়িয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মুক্তিযোদ্ধা বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদ এক দিনে প্রান হারায়নি। বর্তমান সরকারের আমলে একদিনেই ৭৭জন প্রাণ হারিয়েছে। এছাড়া বর্তমানে যেভাবে কুকুরের মতো মানুষকে নির্যাতন হত্যা করা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীও এমন নৃশংশভাবে মানুষ হত্যা করেনি। পাকিস্তান আমলে অনেক রাজবন্দি ছিল। কিন্তু এখন রাজনৈতিক নেতারাও ক্রিমিনাল আসামী। এ সরকারের কাছে কারো কোন মর্যাদা নেই। তিনি আরো বলেন, এসব হামলা, নির্যাতন বন্ধ না করলে আগামী জুলাইয়ের মধ্যে সরকারের পতন ঘটানো হবে। দক্ষিণ চট্টগ্রামের একাধিক জায়গায় সড়ক অবরোধ করে পুরো দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়া হবে।
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=ae599ea19d1ea5d2ca8510cc13852059&nttl=22032013183452
বিষয়: রাজনীতি
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন