পাকিস্তানি তালেবান কাদের মোল্লার জন্য হামলা করবে কেন?
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ২০ ডিসেম্বর, ২০১৩, ০৭:২৩:১৯ সকাল
শাহবাগের ছাগলগুলোর জন্য বিদেশে বিপদে পড়ছে বাংলাদেশীরা। সরকারের নিজের স্বার্থেই এখন ছাগলগুলোকে শক্ত রশি দিয়ে বাঁধতে হবে। তবে পাকিস্তানি তালেবানের হুমকির বিষয়টি আমার কাছে বেশ সন্দেহ জনক মনে হচ্ছে। কাদের মোল্লার জন্য তারা হামলা করবে কেন? গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে তালেবান আল কায়েদা কখনোই বিশেষ ভালো চোখে দেখে না। মিশরে ইখওয়ান ক্ষমতাচ্যুত হওয়ার পর এক বিবৃতিতে আইমান আল জাওয়াহিরি বলেছিলেন, প্রমাণ হয়েছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র একটি ভুল পদ্ধতি। মিশরে ইখওয়ানের উপর গণহত্যা সংঘটিত হওয়ার পরও কোথাও মিশরীয় দূতাবাসে হামলা করেনি তালেবান বা আল কায়েদা। পাকিস্তানি তালেবানকে বরং অনেক সময়ই দেখা গেছে বুঝে না বুঝে ভারতের স্বার্থে কাজ করতে। মসজিদ বাজার আর খেলোয়াড়দের উপর হামলা করে তারা ক্ষতি করেছে মুসলমানদের। অমুসলিম কোন শক্তি এখানে ক্ষতিগ্রস্ত হয়নি। বাংলাদেশে শাহবাগীদের লম্ফ ঝম্পের পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশী দূতাবাসে হামলার হুমকি দিয়ে ভারত কি তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে? সমীকরণটি বোধ হয় একেবারে ফেলে দেয়ার মত নয়।
বিষয়: বিবিধ
১৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন