বাংলাদেশের একতরফা দখলদারির মিডিয়া
লিখেছেন লিখেছেন ফারুক ফেরদৌস ১২ জুলাই, ২০১৩, ১১:৫৫:১৯ সকাল
সরকারের বিরিয়ানি ও টয়লেট সাপোর্ট নিয়ে শাহবাগে ঘটনা বহুল রাত্রী জাগরণের নায়কদেরকে বিবিসি সংবাদ দাতারা কখনো জিজ্ঞাসা করেননি তাদের দৃষ্টিতে যে আদালত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ, সেই আদালতের রায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা যৌক্তিক কিনা। কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেশের একটি বিরাট অংশের কাছে যৌক্তিক মনে হলেও বিবিসি সাংবাদিক গতকাল আন্দোলন কারীদের কে প্রশ্ন করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করা কতটা যৌক্তিক!
শাহবাগে আগের রাস্তা অবরোধের সময় একটিবার কোথাও উচ্চারিত হতে শুনিনি রাস্তা আটকে রাখার কারণে মানুষের সামান্য কোন অসুবিধা হয়েছে। কিন্তু এখন দিনরাত অনবরত শুনে যাচ্ছি “অসহনীয় যানজট”! “তীব্র জনদুর্ভোগ”!!
হায়রে বাংলাদেশ! হায়রে বাংলাদেশের একতরফা দখলদারির মিডিয়া!!
বিষয়: রাজনীতি
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন