ট্রেন ও বাসের ছাদে যাত্রীরা জীবনের ঝুকি নিয়ে চড়ছে ! দেখার কেউ নেই !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৬ জানুয়ারি, ২০১৭, ১০:৪৩:৫৫ রাত
এখনো বাংলাদেশের মানুষ বাসের উপর ট্রেনের উপর উঠে দাড়িয়ে বসে দুর দুরান্তে ভ্রমণ করেন !
মানুষ একটু তাড়াতাড়ি নিজ গন্তব্যে পৌছানোর জন্য জীবনের ঝুকি নিয়ে যাতায়ত করছে । যাত্রীরাও বুঝে না,বাস ট্রেন কর্তৃপক্ষও কিছু বলেন না । বাস ও ট্রেনে ভ্রমণে সরকার নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরী ।
এভাবে ঝুকি নিয়ে সাধারণ যাত্রীরা যানবাহনে চড়া কতটা সমচীন ! ট্রাফিক আইনে পরির্বতন প্রয়োজন ! যোগাযোগ অধিদপ্তর ও প্রশাসনকে এ নিয়ে কার্যকরী প্রদক্ষেপ নেয়া দরকার । নিরাপদ সড়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকারের প্রশাসনকেই কাজ করতে হবে । দেশ উন্নত হচ্ছে দেশের মানুষ শিক্ষিত হচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও দিন দিন মজবুত হচ্ছে অথচ এখনো আমরা এভাবে জীবনের ঝুকি নিয়েই ভ্রমণ করছি ।
এক্ষেত্রে যতোটা না যাত্রীরা দায়ী তার চেয়ে বেশী দায়ী জনপ্রশাসন বিটিআরসি কর্তৃপক্ষ । রেল এর মতো একটি গতিময় মাধ্যমে কিভাবে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী পরিবহন করেন এটা রেল কর্তৃপক্ষ ও সরকারের প্রশাসনের নজর দেয়া সময়ের দাবী । দেশ ডিজিটাল হচ্ছে অথচ যাতায়তে প্রযুক্তিগত সেবার মান উন্নত করা হচ্ছে না ।
এখন থেকে বাস ও ট্রেনের ছাদে যাত্রী বহন সর্ম্পূণ নিষিদ্ধ ঘোষণা করা উচিত ।
এতে করে অনেক যাত্রী অসর্তকতার কারনে ও দ্রুতগতিতে যানবাহন চলার কারনে বাস ও ট্রেন থেকে ছিটকে পরে মৃত্যুবরণ করেন । সুতরাং কর্তৃপক্ষকে আইন করে পরিবহনের উপরে ছাদে যাত্রী উঠানো বন্ধের আহবান জানাচ্ছি ।
যদিও অনেকাংশে যাত্রীরাই দায়ী;কিন্তু এ ক্ষেত্রে সরকারের প্রশাসনকে নিরব থাকলে হবে না ।
নিরাপদ ভ্রমণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা আমাদের দায়িত্ব ।
________এম এ মামুন
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত বাংলাদেশের মানুষ হচ্ছে থ্রিল সিকারস্ । ছাদে বা ঝুলে গেলে যেরকম থ্রিল আপনি পাবেন বাস/ট্রেন/লন্চের ভেতরে থাকলে সেরকম থ্রিল কি পাওয়া সম্ভব?
মন্তব্য করতে লগইন করুন