"শান্তির জন্যে " ( একটি কবিতা )
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৭ জুলাই, ২০১৬, ০৬:৩২:১৭ সকাল
শান্তিতেই নোবেল পেলো
এ জাতিরই ভাই,
শান্তি শান্তি শান্তিনিবাস
গড়তে মোরা চাই !
শান্তির জন্যে জাতিসংঘে
যাচ্ছে মোদের ভাই,
শান্তিপ্রিয় মানুষগুলো
দেখছে শুধু তাই ।
টাকায় শান্তি ক্ষমতায় শান্তি
শান্তি আরো মনে,
সেনা পুলিশ বিমান যারা
শান্তি আনেন ঘরে !
জাতিসংঘ বিশ্ব ঘুরে
শান্তি দেখে দেখে,
কাউকে আবার দেয় পুরস্কার
শান্তির দূত হয়ে !
দেশ বিদেশে সফর করে
শান্তি প্রচার করি,
ফিরে দেখি নিজের দেশেই
শান্তি নেই ঘরে !
শান্তির জন্যে পেলেন যারা
শত শত নোবেল !
তারপরও কি বলবো মোদের
শান্তি আছে ঘরে ?
শান্তি মোদের এতো সহজ ?
শুধু দিচ্ছি পুরস্কার !
বিশ্বে মোদের শান্তি চলছে
শুধু দেখছি চেয়ে চেয়ে ।
বিশ্ব যারা শাসন করে
বলে শান্তির কথা,
কাজেকর্মে শুধুই তাদের
অশান্তিতে ভরা !
কথায় শান্তি পড়ায় শান্তি
শান্তি যে নাই মনে,
একটুই বলতে পারি
শান্তিপ্রিয় যারা !
শান্তির জন্যে অনেক তরুন
দিচ্ছে তাজা প্রান,
তারপরেও সারা বিশ্বে
বইছে রক্তের বান ।
_______এম.এ.মামুন
০৩/১১/২০১৫ ইং
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন