এখন আর কেউ খাল চুরি নদী চুরি করে না !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৩ জুলাই, ২০১৬, ০৪:৪০:৫৭ বিকাল
এক সময় আমাদের দেশে একটি কথা প্রচলিত ছিলো যে 'পুকুর চুরি' তার অর্থ আমরা সবাই জানি যে,কোনো বড় ধরনের চুরি ;কিন্তু হঠাত্ করে পুকুর চুরির পর রাতারাতি সাগর চুরি কিভাবে হয় ?
সব কিছুইর একটা বিবর্তন থাকে আস্তে আস্তে ধাপে ধাপে হয় ওয়ান টু পড়ে ফাইভে চলে যাওয়া যায় না,যদি কোনো ছাত্র ওয়ান টু পড়েই ক্লাস ফাইভে উঠে যায় তাহলে বুঝতে হবে ছাত্র অতি চরম জিনিয়াস বা অতি ইচরে পাকা না হয় তার বাবা ঐ স্কুলের হেডমাস্টার না হয় ম্যানেজিং কমিটির সভাপতি তারপরও এভাবে একলাফে উঠা সম্ভব নয় !
পুকুর চুরির পর তো 'খাল চুরি' ! 'নদী চুরি' তারপর 'সাগর চুরি' হওয়ার কথা ছিলো;কিন্তু দেশে এখন একলাফে 'সাগর চুরি' শুরু হয়েছে ! আমার প্রশ্ন চুরির তো একটা ধারাবাহিকতা থাকে হঠাত্ করে পুকুর চুরি থেকে সাগর চুরি !
তার অর্থ এসব দূর্নীতিবাজদের এখন আর 'খাল চুরি'-'নদী চুরিতে' পোষে না ! তাই সরাসরি 'পুকুর চুরি' থেকে সাগর চুরিতেই চলে গেছেন ! হয় তাদের বাপ দাদারা চোর ছিলো,না হয় চোরের সর্দার ছিলো !
চুরি চুরি আবার পুকুর থেকে সাগর চুরি ! মাঝ থেকে খাল বিল নদী নালা লেইক সব বাদ দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে আর কতো সাগর চুরি করবে এসব দূর্নীতিবাজরা ? আমরা কি চাইলে সাগর চুরি রোধ করতে পারি না ? তাহলে কেন শুধু শুধু মুখে বলি আর কাজ করে দেখাই না ! এসব 'পুকুর চুরি' থেকে সরাসরি সাগর চুরির কারনেই তো দেশ ধ্বংস হচ্ছে । আমরা দূর্নীবাজরা আবার বড় গলায় প্রচার করছি এখন দেশে সাগর চুরি শুরু হয়েছে !
হায়রে দূর্নীতিবাজরা তোদের দূর্নীতির এতো অধ:পতন ? নাকি চরম উর্ধগতি কোনটা !
একটু একটু করে 'খাল চুরি' নদী চুরি করে না হয় সাগর চুরিতে আয় নাকি তোদের বাপ দাদারাও .........
____এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন