ক্রিকেটপাগল এক জাতির সন্ধ্যান পেয়েছে বিশ্ব ! ওরা এভাবেই সবাইকে আনন্দে ভাসিয়ে নিজেরাও আনন্দে ভাসে !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৬ মার্চ, ২০১৬, ০৫:১৪:৪২ বিকাল
আজ কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটির একটি লাইনের কথা মনে পড়ে গেলো !
ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে !
ফেইসবুকে সকলের প্রোফাইল পিকচার পরির্বতনের পর লাইকের ধরন দেখে বুঝলাম লাল সবুজের জন্যে আমাদের ভালোবাসা আমাদের সম্মান পৃথিবীর মধ্যে সেরা । দেশের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নেই, যে যেখানেই থাকি ! আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( আইসিসি ফেইসবুকের পক্ষ থেকে প্রতিটি দেশের জন্যে ) প্রোফাইল পিকচার পরির্বতনের একটি অপশন দিয়েছে,আর আমরা সবাই সাথে সাথে দেশের প্রতি সম্মান জানিয়ে প্রোফাইল পিকচার পরির্বতন করেছি ! এটাই দেশপ্রেম এটাই ভালোবাসা ! ক্রিকেটপাগল এক জাতির সন্ধ্যান পেয়েছে বিশ্ব ! যে জাতি শুধু এই একটি জায়গায় এক হয়ে যায় এক সাথে আনন্দে ভাসে !
ওরা এভাবেই আমাদের সবাইকে আনন্দে ভাসিয়ে নিজেরাও আনন্দে ভাসে !
লেখক : এম.এ.মামুন
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রত্যাশা যখন বেশী হয়ে যায় তখন তাতে জল ঢেলে দিতে মোটেও সময় নেয় না আমাদের এই খেলোয়াড়েরা ।
আজকের খেলার পরেও যেন দেশ প্রেম মনে এবং কাজে কর্মে সদা জাগরূক থাকে, সেটাই নিশ্চিত করুন।
সাথে পারিবারিক কলহ ও পরোকীয়া বা
ডাস্ট্রবিনে নবজাতক এসবের কোনো সম্পর্কের
মিল নেই ! ক্রিকেট সম্পূর্ণ আলাদা দল মত জাতি ধর্ম
নির্বিশেষে সকলেই এক !
তার মানে আপনি বলতে চান ক্রিকেট এক নতুন ধর্মের নাম? আর মানুষ মাত্রই এই ধর্মে আত্মসমর্পণ করা উচিৎ?
আসলে শয়তান এভাবেই বেখেয়ালী মানুষকে ধোকা দেয়। আপনি শয়তানের ধোকায় পড়েছেন ভাইজান . ক্রিকেট আপনার স্বাভাবিক বুদ্ধি লোপ করে দিয়েছে |
মন্তব্য করতে লগইন করুন