ক্রিকেটপাগল এক জাতির সন্ধ্যান পেয়েছে বিশ্ব ! ওরা এভাবেই সবাইকে আনন্দে ভাসিয়ে নিজেরাও আনন্দে ভাসে !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৬ মার্চ, ২০১৬, ০৫:১৪:৪২ বিকাল

আজ কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানটির একটি লাইনের কথা মনে পড়ে গেলো !

ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে !



ফেইসবুকে সকলের প্রোফাইল পিকচার পরির্বতনের পর লাইকের ধরন দেখে বুঝলাম লাল সবুজের জন্যে আমাদের ভালোবাসা আমাদের সম্মান পৃথিবীর মধ্যে সেরা । দেশের প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নেই, যে যেখানেই থাকি ! আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( আইসিসি ফেইসবুকের পক্ষ থেকে প্রতিটি দেশের জন্যে ) প্রোফাইল পিকচার পরির্বতনের একটি অপশন দিয়েছে,আর আমরা সবাই সাথে সাথে দেশের প্রতি সম্মান জানিয়ে প্রোফাইল পিকচার পরির্বতন করেছি ! এটাই দেশপ্রেম এটাই ভালোবাসা ! ক্রিকেটপাগল এক জাতির সন্ধ্যান পেয়েছে বিশ্ব ! যে জাতি শুধু এই একটি জায়গায় এক হয়ে যায় এক সাথে আনন্দে ভাসে !

ওরা এভাবেই আমাদের সবাইকে আনন্দে ভাসিয়ে নিজেরাও আনন্দে ভাসে !

লেখক : এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361611
০৬ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩০
হতভাগা লিখেছেন : আজ যদি হেরে যায় আর টি২০ তে যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে কি এই আবেগ থাকবে ?

প্রত্যাশা যখন বেশী হয়ে যায় তখন তাতে জল ঢেলে দিতে মোটেও সময় নেয় না আমাদের এই খেলোয়াড়েরা ।
০৬ মার্চ ২০১৬ বিকাল ০৫:৪৫
299660
মামুন আব্দুল্লাহ লিখেছেন : খেলাতে হার জিত থাকবেই ! আজ হারলেও আমরা বাংলাদেশই ! অনেক ধন্যবাদ । ভালো থাকুন শুভ কামনা রইলো ।
361616
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১০
চেতনাবিলাস লিখেছেন : কিন্তু ক্রিকেটের এই উন্মাদনা তো দেশের মানুষকে তাদের গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে রাখারই চক্রান্ত | একদিকে মায়েরা তার সন্তানদের পরকিয়ার কারণে হত্যা করছে। অপরদিকে ডাস্টবিন বা নর্দমায় পাওয়া যাচ্ছে অবৈধ নবজাতকের দেহ। এসব থেকে দৃষ্টি ঘোরানোর জন্যইতো ক্রিকেট এর কৃত্রিম উন্মাদনা |
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
299667
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসলে ক্রিকেটের সাথে পারিবারিক কলহ ও পরোকীয়া বা ডাস্ট্রবিনে নবজাতক এসবের কোনো সম্পর্কের মিল নেই ! ক্রিকেট সম্পূর্ণ আলাদা দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এক ! আর পরোকীয়া ও প্রেমের সম্পর্ক ব্যক্তিগত ! অনেক ধন্যবাদ !
361619
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি প্রোফাইলে এই লোগো দেইনি, এমন কি প্রোফাইলে আমার নিজের ছবিও নেই, তাহলে কি আমার দেশ প্রেম নেই, আমি দেশ প্রেমিক নই?

আজকের খেলার পরেও যেন দেশ প্রেম মনে এবং কাজে কর্মে সদা জাগরূক থাকে, সেটাই নিশ্চিত করুন।
০৬ মার্চ ২০১৬ রাত ১১:০১
299693
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এখানে ক্রিকেট বিনোদনের কথা বলা হয়েছে ।মন্তব্যের জন্যে শুকরিয়া ।
361623
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২০
চেতনাবিলাস লিখেছেন : মামুন আব্দুল্লাহ লিখেছেন : আসলে ক্রিকেটের
সাথে পারিবারিক কলহ ও পরোকীয়া বা
ডাস্ট্রবিনে নবজাতক এসবের কোনো সম্পর্কের
মিল নেই ! ক্রিকেট সম্পূর্ণ আলাদা দল মত জাতি ধর্ম
নির্বিশেষে সকলেই এক !
তার মানে আপনি বলতে চান ক্রিকেট এক নতুন ধর্মের নাম? আর মানুষ মাত্রই এই ধর্মে আত্মসমর্পণ করা উচিৎ?
আসলে শয়তান এভাবেই বেখেয়ালী মানুষকে ধোকা দেয়। আপনি শয়তানের ধোকায় পড়েছেন ভাইজান . ক্রিকেট আপনার স্বাভাবিক বুদ্ধি লোপ করে দিয়েছে |
০৬ মার্চ ২০১৬ রাত ১০:৫৭
299692
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এখানে শুধু বিনোদনকে বুঝানো হয়েছে অন্য কিছু বুঝানো হয়েছে হয়নি আমরা তর্কে না গিয়ে এগিয়ে যাই । আশা করি বুঝতে পেরেছেন । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ভালো থাকুন সুস্থ্য থাকুন ।
361638
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : জাতিকে আফিমের নেশায় বুঁদ করে রাখার উত্তম কৌশল এটি৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File