৪২ বছর পর!

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৩ মার্চ, ২০১৩, ০৬:৩৬:২৬ সন্ধ্যা

স্বাধীনতার ৪২ বছরে আমরা কি স্বাধীন হয়েছি?

স্বাধীনতার ৪২ বছরে তবে কেন হত্যা আর মারামারি?

স্বাধীনতা আমার স্বাধীনতা আজ শত রক্তে বিলীন !

আমরা বাংলাদেশী বাংলা আমার ভাষা-

ভাষার জন্যে কত প্রাণ দিয়ে গেলো

কতো নিষ্পাপ মায়ের সন্তান-

মুক্তিযুদ্ধে হয়েছে স্বাধীন দেশ!

কারো হাত কারো পা জীবন হয়েছে শেষ

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হিসাব নিকাষ?

প্রতিদিন খবরের কাগজে আসে কতো মৃতু্র খরব !

কেউ লাশ হয়ে কেউ গুলিবৃদ্ধ হয়ে পড়ে থাকে!

স্বাধীনতার ৪২ বছরে এসে কেন এতো হানাহানি?

মায়ের কোল খালি হয়ে যায় প্রতিদিন!

রাস্তার এপাশ ওপাশ পড়ে থাকে শুধু লাশ আর লাশ !

এ-তো ৭১' নয় এ-তো স্বাধীন বাংলাদেশ!

এ-তো ফিলিস্তিন আর কাস্মীর হয় নয়!

এ-তো আমার সোনার বাংলাদেশ-

তবে কেন এতো হানাহানি মারিমারি আর লুটতরাজ?

এখনো আগের মতো ধর্ষিত হচ্ছে মা বোন আর নারী জাতি!

কিসের স্বাধীনতা কিসের অহংকার এই জাতির?

স্বাধীনতা যদি বদলে দিতো জাতির ভাবমূর্তি-

বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পাড়তো আমাদের জাতি!

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File