বিপিএল প্রসংঙ্গ

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২১ নভেম্বর, ২০১৫, ০৭:৪১:০৫ সন্ধ্যা

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই ! হয়তো সুযোগ হলে কিছু ম্যাচ দেখবো । বিগত দুই আসরের অভিজ্ঞতার আলোকে এতোটুকু বলা যায় যে আসলেই কি বিপিএল দ্বারা আমাদের ক্রিকেট উপকৃত হচ্ছে ? নিরেট একটু বিনোদনের উপলক্ষ্য ছাড়া বিপিএল থেকে তেমন কোনোই লাভ নেই যেমনিভাবে ইন্ডিয়াও আইপিএলের মতো এতো বড়ো টুনামেন্ট আয়োজন করেও আসলেই কতোটুকু বেনিফিটেড হচ্ছে আমরা সবাই দেখছি । আমরা বাংলাদেশেীরা আইপিএল দেখি শুধু দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমাদের ক্রিকেটের রাজপুত্র সাকিবের জন্যে । সাকিব নিজে ভালো খেলার পাশাপাশি দেশের একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে আমাদের সবার ফোকাসটা মুলত সাকিবকে ঘিরেই থাকে । এই জন্যে হয়তো আমরা অনেকেই আইপিএল দেখতাম আবার যাদের ক্রিকেটের প্রতি নেশা তারা হয়তো সব খেলাই দেখে থাকি ।

বাংলাদেশ যখন খেলে তখন একটি দল হয়ে একটি দেশ হয়ে খেলে আর তখন দেশের পতাকা দেশের সম্মান তারা বয়ে আনেন তাই দেশের সবাই দল মত নির্বিশেষে লালসবুজের সফলতাই কামনা করেন,বিপিএলের আগের টুনামেন্টগুলোতে বিদেশী ক্রিকেটারদের টাকাপয়সা নিয়ে অনেক জলঘোলাই করেছেন ফ্যাঞ্জজাই দলগুলো আর দেশীয় অনেক ক্রিকেটার তো তাদের পারশ্রমিক পায়নি বিসিবির হস্তক্ষেপে হয়তো শেষ পর্যন্ত কিছু পয়সা দিয়েছেন ! বিদেশী কোস আনলাম ফ্যাঞ্জজাই দলগুলোর জন্যে ভালো কথা! বিপিএলকে জমানোর জন্যে তো আর নিজেদের আসল পরিচয় থেকে সরে আসতে পারবো না !

উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে অনেক নামী দামি দেহ প্রসারনী শিল্পীদের নিয়ে আসলাম মঞ্চ মাতানোর জন্যে,আর এসব নর্তকীরা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বারোটা বাজিয়ে তরুনদের যৌণ সুরসুরানিতে ভসাবেন এটাতো বিপিএলের উদ্দেশ্য হতে পারে না ? বর্তমানে আমরা সব জায়গায় বিনোদনের নাম করে তরুনদের মাঝে যৌনতাকে ঢুকিয়ে দিচ্ছে ! আমরা এখন সর্বব্যাপারেই দেখছি,শুধু শুধুই ইন্ডিয়াকে অনুসরন অনুকরন করছি ! আমরা সবকিছু কেন নিজেদের মতো করার চেষ্টা করছি না ? ইন্ডিয়াকে অনুসরন অনুকরন করে যদি ভালো কিছু অর্জন করা যেতো তাহলে কোনোই সমস্যা হতো না ! ইন্ডিয়াকে অনুসরন অনুকরন করতে গিয়ে আজ নিজেদের আসল অস্তিত্বকেই আমরা ভূলে যাচ্ছি ।

বিপিএল নি:শন্দেহে একটি ভালো উদ্যোগ দেশের ক্রিকেটের জন্যে অনেক উদীয়মান ও প্রতিভাবান নতুন নতুন ক্রিকেটার উঠে আসবে হয়তো এধরনের ঘরোয়া টুনামেন্টগুলো থেকে সুতরাং এটা দেশের ক্রিকেটের জন্যে ভালো;কিন্তু এসব টুনামেন্ট আয়োজন করলাম আর ক্রিকেটারদের টাকাপয়সা পরিশোধ করলাম না আর সংস্কৃতির নামে ক্রিকেটেও ঢুকিয়ে দিলাম আধুনিকতার নামে নোংরামী আর বেহাপনা তাহলে এধরনের আয়োজনে হয়তো একটি মহলের অনেক বড়ো স্বার্থ হাসিল হবে ঠিকই বিনিময়ে আমরা হারাবো আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ ও সর্বপরি তরুন প্রজন্মদের নৈতিকতার অবক্ষয় হতেই থাকবে ।

আমরা ক্রিকেটকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি কিন্তু ক্রিকেটের আড়ালে যৌনতা,নোংরামী ও বেহাপনাকে নয় ? নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য দিয়েই আমরা আমাদের দেশের ক্রিকেটকে আজ দেশ থেকে বিদেশে পরিচয় করিয়েছি ! এই লালসবুজের পতাকা নোংরামী দিয়ে অর্জিত হয়নি ? প্রতিনিয়ত দেশের গর্বিত ক্রিকেটাররা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেই সর্বদা বিজয় নিয়ে আসছেন সুতরাং বিপিএল আয়োজন করে বিদেশী সংস্কৃতিকে যেনো আমরা উস্কে না দেই ! এটা শুধুই একটা ঘরোয়া টুর্নামেন্ট সুতরাং ঘরোয়া সংস্কৃতি ও ঘরোয়া ঐতিহ্যকেই আমাদের ফুটিয়ে তুলতে হবে ! বিশ্বের অন্যান্য ক্রিকেট দেশগুলো তাই করছে তবে আমরা কেন পারবো না ?

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350703
২১ নভেম্বর ২০১৫ রাত ০৮:১০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমড়া গাছে আমের আশা!!!
350717
২১ নভেম্বর ২০১৫ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিপিএল বা টি২০ ক্রিকেট দিয়ে খেলায় উন্নতির আশা বৃথা! সব দেশেই নিজদেশে লেংথি ম্যাচ কে গুরুত্ব দেয় আর আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ানডে বা টি২০ তে।
350887
২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৪
হতভাগা লিখেছেন : আইপিএলের ফলে ভারতে অনেক ক্রিকেটার উঠে এসেছে । আগে যে ভারত শুধু শচীন নির্ভর ছিল সেটা এখন আর নেই ।

বাংলাদেশকেও ঠিক এরকম কিছু করতে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File