একটি হাদিস পড়লাম কতটুকু সহিহ !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৪:১৪ রাত
"রসূলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন -যে ব্যক্তি পছন্দ করে যে,তার জীবিকা বৃদ্ধি হোক অথবা মৃতুর পরও সুনাম থাকুক সে যেনো আত্নীয়ের সাথে সদাচরণ করে "
_____বুখারী -১৯৩৭
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الْكِرْمَانِيُّ حَدَّثَنَا حَسَّانُ حَدَّثَنَا يُونُسُ قَالَ مُحَمَّدٌ هُوَ الزُّهْرِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
২০৬৭. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তাঁর মৃত্যুর পরে সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সঙ্গে সদাচরণ করে। (৫৯৮৬, মুসলিম ৪৫/৬, হাঃ ২৫৫৭) (আধুনিক প্রকাশনীঃ ১৯২২ , ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৩৭)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
Narrated Anas bin Malik: I heard Allah's Messenger (ﷺ) saying, "whoever desires an expansion in his sustenance and age, should keep good relations with his Kith and kin."
সূত্র: হাদীস বিডি।
মন্তব্য করতে লগইন করুন