একজন নারীর ক্ষমতায়ানের চেয়ে একজন নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বেশী প্রয়োজন ?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০২:২৬ সন্ধ্যা



দেশের নারী প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী ,সংরক্ষিত মহিলা আসনেও নারী তারপরও নারীরাই সবচেয়ে বেশী নির্যাতনের শিকার !

নারীর ক্ষমতায়ানে বর্তমান সরকার অনেকটাই সফল বলা যায় ; কিন্তু একজন নারীর নিরাপত্তা দানে সরকার সর্ম্পূণ ব্যর্থ ! বিগত সরকারগুলোও নারীদের সেরকম কোনোই নিরাপত্তা দিতে পারেনি ।



আমাদের দেশে সেই নব্বই এর দশক থেকে শুরু করে এ পর্যন্ত যতো সরকারই ক্ষমতায় ছিলো প্রত্যেক সরকার প্রধানই ছিলেন নারী । সরকারের সর্বোচ্চ ক্ষমতার আসনে থেকেও কোনো সরকারই নারী ও নারীশিশুদের নিরাপত্তা দিতে পারছে না অথচ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী সংসদের স্পিকার সংরক্ষিত মহিলা আসন থেকে শুরু করে বর্তমানে চাকুরী ক্ষেত্রেও নারীরাই সবচেয়ে সুযোগ বেশী পাচ্ছে ;কিন্তু তার পরেও দেশে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে নারীশিশু পাচার,নারী ধর্ষণ,নারী নির্যাতন দিন দিন আশংখাজনক হারে বেড়েই চলছে ! এটা কি নারীদের অতিমাত্রায় ক্ষমতায়ান নাকি অতিমাত্রায় নারী স্বাধীনতা ?আসলেই কোনটা ? পত্রিকার পাতা খুললেই শুধূ ধর্ষণের খবর চোখে পড়ে । এছাড়া বিভিন্ন অনলাইন পত্রিকা ও টেলিভিশনেও আমরা প্রতিদিন ধর্ষনের খবর দেখতে পাই । প্রতিনিয়ত বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনির্ভাসিটি পড়ুয়া মেয়েরা এবং গার্মেন্টস নারী শ্রমিক থেকে শুরু করে গৃহবধু কেউই রেহাই পাচ্ছে না ।



গতকালও এক মেয়ে ও তার মাকে ধর্ষণ করে সেই ভিডিও অনলাইনে প্রকাশ করার হুমকী দেয় । এভাবে কি চলতেই থাকবে নাকি এসব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান চালু করে দ্রুত এসব বিকৃত অপরাধগুলোর বিচার হওয়া প্রয়োজন । একজন নারীর ক্ষমতায়নের চেয়ে সবচেয়ে বেশী প্রয়োজন একজন নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা । আমি ক্ষমতা পেলাম কিন্তু নিরাপত্তা পেলাম না তাহলে এ ক্ষমতার কতোটুকু স্বার্থকতা রয়েছে ? যে ক্ষমতা একজন নারী নিরাপত্তা দিতে পারে না যে ক্ষমতা একজন নারীকে স্মভ্রমহানী করে সে ক্ষমতার চেয়ে একজন নারীকে নিরাপত্তা দেয়াটাই সবচেয়ে জরুরী আমাদের দেশের জন্যে । একটি পরিবারের কাছে নিরাপত্তা বড়ো ক্ষমতা নয় ? দেশে নারীদের এতো ক্ষমতায়ানের পরও কেন একজন নারী নিরাপত্তাহীনতায় ভুগে কেন প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে ? সুতরাং আমাদের সরকারের উচিত নারীর ক্ষমতায়ন না করে একজন নারীর নিরাপত্তা দেয়া তাহলে সমাজে দেশে নারীরা লাঞ্চনা বঞ্চনা নির্যাতন ও ধর্ষনের মতো বিকৃত নির্যাতন হতে মুক্তি পাবে ।

________এম.এ.মামুন

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341524
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৩
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর লেখেছেন , অনেক ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
282990
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন
341561
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : নির্যাতনের হাত থেকে বাচতে নারীদেরও ভুমিকা রাখা উচিৎ।
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৯
282991
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ । ভালো থাকুন
341722
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। নারীর নিরাপত্তা তার ক্ষমতায়নে হবেনা, নিরাপত্তার জন্য চাই ধার্মিক সমাজ, আপনার উল্লেখৃত সরকার গুলো মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতেই বেশি কাজ করেছে। যার ফলাফল এর চেয়ে ভালো আশা কারা বোকামি ছাড়া আর কিছুই নয়।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১২
283202
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ওয়ালাইকুম ওয়াসসালাম ।
যে ক্ষমতা একজন নারীকে নিরাপত্তা দিতে পারে না সে ক্ষমতার চেয়ে একজন নারীকে নিরাপত্তা বিধান করাটাই জরুরী কিন্তু আসলেই এই সরকারগুলো ১০০ শতভাগ সফল মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে । মূল্যবান মন্তব্যের জন্যে শুকরিয়া । ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File