একটি নিবেদন

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৩:০৬ সকাল

বরাবর,

শ্রদ্ধেয় হানিফ সংকেত সাহেব।

বিষয়ঃ রক্তদান বিষয়ে ইত্যাদিতে একটি প্রতিবেদন প্রচার করা প্রসঙ্গে।

জনাব,

যতাবিহীত সম্মান পূর্বক এই যে, আমরা লাল সবুজ প্রিয় বাংলাদেশের মুমুর্ষু রুগীর স্বেচ্ছায় রক্তদাতা এবং স্বেচ্ছা সেবক বৃন্দ।আমরা বিগত কয়েক বছর থেকে বাংলাদেশের মুমুর্ষু রুগীদেরকে রক্তদান এবং রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে আসছি।আমরা এই মুহুর্তের সবচেয়ে দ্রুত যোগাযোগ মাধ্যম ফেসবুক কে কাজে লাগিয়ে রক্তদাতা সংগ্রহ করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন যায়গায় ফ্রি ব্লাড গ্রুপিং কেম্পিং এর মাধ্যমে রক্তদাতা তৈরী করে মুমুর্ষু রোগীর রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। বাংলাদেশে মুমুর্ষু রুগীর রক্তের প্রয়োজনের চেয়ে রক্তদাতা অনেক কম। এখনো বাংলাদেশে শতকরা ষাট ভাগ মানুষই রক্তদানে অনিচ্ছুক এবং অসচেতন।সুতরাং বাংলাদেশের মানুষকে রক্তদানে সচেতন ও উৎসাহিত করতে আপনার সহযোগিতা প্রয়োজন।

অতএব অনুগ্রহ পূর্বক আপনার বহুল প্রচারিত জনপ্রিয় ইত্যাদি অনুষ্টানে রক্তদান বিষয় একটি প্রতিবেদন প্রচার করে বাংলাদেশের সাধারণ মানুষকে সচেতন ও উৎসাহিত করতে আপনার যেনো মর্জি হয়।

ইতি

বাংলাদেশের সকল রক্তদাতা ও সেচ্ছাসেবক বৃন্দ

প্রয়োজনেঃ ০১৭১৭-৭৪২৪১৮

****লেখাটি শেয়ার করেছেন

শেখ সুজন বিন হাশেম

প্রিয় বন্ধুরা দয়া করে সকলে নিজের ওয়ালে নিবেদনটি শেয়ার করতে পারেন !

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341175
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৫
নাবিক লিখেছেন : এটা ওয়ালে শেয়ার না করে ইত্যাদির ঠিকানায় পাঠিয়ে দিলেই হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File