এ কি করলেন আইসিসি !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ জুন, ২০১৫, ০৮:৪৯:৫৬ রাত

আইসিসি ধোনির পাশাপাশি তরুন মোস্তাফিজুর রহমানকেও শাস্তি দিলেন ! ধোনির ম্যাচ ফির ৭৫ শতাংশ আর এই তরুনের ৫০ শতাংশ ! যার আর্ন্তজাতিক ম্যাচ শুরুর দিনেই জরিমানার মুখে পড়তে হলো । এখনো হয়তো ক্রিকেটের সব নিয়মগুলো জানা হয়নি তার,আর ধোনি যার ভান্ডারে ২৬৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা । তরুন বোলার হয়তো ভুল করেছিলো ইচছায় হোক আর অনিচছায় হোক;কিন্তু ধোনি চাইলে এড়িয়ে যেতে পারতেন অথচ তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ ধরনের আচরণ সত্যিই দু:খজনক ! আর তরুন মোস্তাফিজকে আইসিসি জরিমানা না করে সর্তক করে দিতে পারতেন । এ কি করলেন আইসিসি ! একজন তরুন বোলার হিসেবে তাকে আইসিসির জরিমানা করাটা আইসিসির নীতিনির্ধারকদের প্রশ্নের মুখেই ফেলে দিলেন ।

_____এম.এ.মামুন

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326780
১৯ জুন ২০১৫ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদা যে!! তাই একসাথে!!
326799
২০ জুন ২০১৫ রাত ০১:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একতরফা দাদার বিরুদ্ধে সিদ্ধান্ত? এত সটেহজ..? ওরা কৃকেটের মোড়ল তো তাই.. ধন্যবাদ।
326836
২০ জুন ২০১৫ সকাল ১১:১৫
হতভাগা লিখেছেন : মোস্তাফিজ প্রথম দিকে রোহিতেরও পথ রোধ করে দাড়িয়েছিলেন । ধোনির সাথে ২য় বার ঘটনা ঘটে যাবার পর শাস্তির ঘোষনার সময় প্রথম ঘটনাটিও বিবেচনায় এনেছেন ম্যাচ রেফারী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File