একটি কবিতা ........ " গুম ও অপহরন "

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৯:৩৭ সন্ধ্যা



গুম অপহরনে ভাসছে দেশ

স্বাধীন ভূমি বাংলাদেশ !

জীবনের নেই কোনো নিরাপত্তা

আছে শুধু গুম আর হত্যা !

নতুন নতুন শব্দ যুগে

বাড়ছে আরো আতংক চিত্তে

স্বাধীন দেশের পরাধীনতা

বাড়ছে শুধু গুম আতংকে ।

অপহরন খেলায় মেতেছে মানুষ !

ভয় আর সংন্ত্রাসের খপ্পরে পড়ে

গুম অপহরণ হত্যায়

মানুষগুলো হচ্ছে শেষ ।

শৃংখলা আনবে যারা

অপরাধে জড়িয়ে যাচ্ছে তারা !

পুলিশ বিজিপি র্য্যাবের নামধারী

গুম অপহরনের সহযোগী ।

অসহায় মানুষ অসহায় দেশ !

স্বাধীন ভূমি আজ বাংলাদেশ ?

গুম অপহরনে কাপছে দেশ

সোনার ভূমি বাংলাদেশ !

মৃতু্য যেনো সহজ আরো

এই ভূমিতে আজ !

গুম অপহরন দূর্ঘটনা

নিত্য দিনের কাজ ।

সোনার বাংলা সোনার বাংলা

বুলি উড়ায় যারা !

এসব দেখেও তাদের মুখে

হাসি ফুটে সারা ।

.........এম.এ.মামুন.......

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263494
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৮
কাহাফ লিখেছেন : "সোনার বাংলা সোনার বাংলা
বুলি উড়ায় যারা,
এসব দেখেও তাদের মুখে
হাসি ফুটে সারা।"
গুম নিয়ে সুন্দর কবিতার জন্যে অনেক ধন্যবাদ ।
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৯
215951
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ । ঈদ মোবারক
271827
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৯
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ । ঈদ মোবারক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File