সামু আমাকে 'ব্যান' করে দিলো ! ব্যান করলেই কি সব সমাধান?

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৭:২১ সন্ধ্যা

রাতে একটি পোষ্ট করেছিলাম পোষ্টটির শিরোনাম ছিলো 'শাহবাগ ও আমাদের তরুন প্রজন্ম' (এই একই লেখা সোনার বাংলাদেশ ব্লগে দিয়েছিলাম বন্ধ হওয়ার আগে ) আমি জানতাম যে 'সাম হোয়য়ার ইন ব্লগ' আমাকে 'ব্যান' করতে যাচ্ছে কারন অনেক বামপন্থি (যারা শুধু ইসলামের বিপক্ষেই শুধু লেখে) ব্লগার আমাকে ব্যান করার জন্যে শুধু রির্পোট করতে থাকে। লেখাটা ওদের দৃষ্টিতে হয়তো ঠিক হয়নি;কিন্তু আমি মনে করি আমাদের তরুন প্রজন্মকে ইসলাম ও ইসলামীদৃষ্টি ভংগি থেকে দুরে সরানোর এটা একটা মহা কৌশল ছাড়া আর কিছু নয়। ইসলামের পক্ষে বিপক্ষে লেখা বর্তমানে বড়োই কঠিন একটি কাজ , ইসলামের পক্ষে লিখলে যে,সে জংগী ও রাজাকার এটা ভুল ধারনা। দাড়ি টুপি পড়লেই যে, সে জংগী এটাও ঠিক নয় । অথচ এই সাম হোয়য়ার ইন ব্লগই আমার অনেক লেখা নিবার্চিত পোষ্ট দিয়েছিলো প্রায় ১০০০ এর ওপর পাঠক তা পড়েছে, লেখাটি ছিলো ‘ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের আরো স্মাট হতে হবে’ এছাড়া রামুর ঘটনা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম 'রামুতে হামলা : একটি অনাকাংখিত ঘটনা' সেই লেখাটাও নির্বাচিত পোষ্টে দিয়েছিলো এবং মহানবী সা: কে নিয়ে মার্কিন ফিল্মমেকার যে ব্যাংগাত্নক মুভি তৈরী করেছিলেন তা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম 'মহানবীকে নিয়ে কুটক্তি ও ব্যাংগাত্নক মুভি নির্মান কারো কাম্য নয়' তাও নির্বাচিত পোষ্টে দিয়েছেন এছাড়া সাম্প্রতিক সময়ের একটি লেখা 'এক ধর্ষিতার জবানবন্দী' নামে পোষ্ট করেছিলাম তাও নির্বাচিত পোষ্টে দিয়েছেন; কিন্তু ওরা যখন দেখলো যে শাহবাগের ওপর আমার লেখাটা তরুন প্রজন্মকে হয়তো প্রভাবিত করতে পারে! তাই আমার বিরুদ্ধে রির্পোট করতে লাগলো । অবশেষে আর কি করার ছিলো আমার আমাকে ব্যান করে দেয়া হলো; কিন্তু একজনকে বেন করে দেয়াই কি সমাধান হতে পারে ? তাকে সংশোধনের সুযোগ দিতে পারে যদি না- তার লেখাটা ইসলাম বিদ্বেষী না হয় বা ষ্পর্ষকাতর না হয় । ইসলামের পক্ষে লেখা তো অপরাধ নয় ! আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম আর ধর্ম নিয়ে লেখা এটা আমাদের নৈতিক অধিকার। তাই একজন ব্লগারকে ব্যান করার আগে কেন ব্যান করা হলো সে কারন দেখানো উচিত বা তাকে সংশোধনের সুযোগ দেয়া প্রয়োজন বলে আমি মনে করি- ব্যান করাই সমাধান নয় এটা বুঝতে হবে ব্লগ কর্তৃপক্ষে । তাহলে একজন ব্লগার তার ভুলটা বুঝতে পারবে । আমার মনে হয় সেটাই হওয়া উচিত । আশা করি অন্যান্য ব্লগ কর্তৃপক্ষও ব্যান করার আগে বিষয়টি বিবেচনা করবেন ।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File