হতভাগ্য মানুষের গল্প !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৫ মার্চ, ২০১৪, ০৫:৫২:০৭ বিকাল

মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষের সম্পদ দিয়েছেন আবার সেই সম্পদের বন্টনও করে দিয়েছেন । পৃথিবীতে কেউ হয়তো সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহন করেন আবার কারো জন্ম হয় অভাবের সংসারে । অভাবের সংসারে জন্ম নেয়া মানুষগুলো বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে হয়তো কোনো এক সময় সুখের সন্ধান পান আবার অনেকেই সেই সুখ পাখিটি ধরার জন্যে অজীবন সংগ্রামই করেন; সেই সুখ পাখিটি তাদের কাছে অধরাই থেকে যায়! দু:খ আর কষ্টের গ্লানি মাথায় নিয়েই একদিন তাদের দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয় । আবার কিছু মানুষের অর্থ সম্পদ আছে;কিন্তু আরো পাওয়ার নেশায় তাকেও একদিন দু:খ কষ্ট নিয়ে যেতে হয় । পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অল্পতেই তুষ্ট থাকে এবং এ নিয়ে তাদের কোনো আফসোসও থাকে না ! আবার কিছু মানুষ আছে যাদের অনেক সম্পদ আছে; কিন্তু বিভিন্ন কারনে সেই সম্পদ সে ভোগ করতে পারে না আবার আরো কিছু মানুষ আছে যাদের কিছু নাই এবং এই না পাওয়া নিয়েই তারা সন্তুষ্ট মহান আল্লাহ তায়ালার কাছে তাদের কোনো কিছুই চাওয়ার নেই ।

আবার পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের অনেক কিছু থাকা সত্ত্বেও নাই নাই করে থাকে ! এবং সব সময় অনেক কিছু থাকার পরও তাদের কাছে মনে হয় যে তাদের কিছুই নেই ! এসব মানুষগুলো শুধু আফসোস করেই যায় ;কিন্তু নিজের সহায় সম্পদ কখনো ভোগ করতে পারে না খালি জমা করে রাখে ! এক সময় দেখা যায় সব সম্পদ রেখেই দুনিয়া থেকে বিদায় নিতে হয় ,আর এসব মানুষগুলোই সবচেয়ে হতভাগা ! আল্লাহ তায়ালা আমাদেরকে যা দিয়েছেন তাই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে এর মাঝে অনেক রহমত ও বরকত পাওয়া যায় । মহান আল্লাহ তায়ালা আমাদের বুঝার মতো তৌফিক দান করুন । আমীন !

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187300
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
জীবনের গল্প লিখেছেন : সত্য কথা বলেছেন । অনেক ধন্যবাদ ।
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
138895
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো থাকুন শুভ কামনা রইলো ।
187312
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
সরকার বিরোধী লিখেছেন : অভাবের সংসারে জন্ম নেয়া মানুষগুলো বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে হয়তো কোনো এক সময় সুখের সন্ধান পান আবার অনেকেই সেই সুখ পাখিটি ধরার জন্যে অজীবন সংগ্রামই করেন; সেই সুখ পাখিটি তাদের কাছে অধরাই থেকে যায়! দু:খ আর কষ্টের গ্লানি মাথায় নিয়েই একদিন তাদের দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয় ।
ঠিক বলেছেন ।
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
138896
মামুন আব্দুল্লাহ লিখেছেন : সরকার বিরোধীকে অনেকদিন পর দেখলাম । শুভ কামনা
187338
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
বিন হারুন লিখেছেন : আল্লাহ তায়ালা আমাদেরকে যা দিয়েছেন তাই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে এর মাঝে অনেক রহমত ও বরকত পাওয়া যায়" খুব ভাল কথা Rose
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
138897
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভালো থাকুন ।
187353
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
138898
মামুন আব্দুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ । শুভ কামনা রইলো ।
187395
০৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
জান্নাতে যেতে চাও যারা লিখেছেন : সুন্দর কথা বলেছেন আসলে আমাদের চাহিদার শেষ কোথায় আমরা নিজেরাই তা জানি না কতোটুকু পেলে আমাদের চাহিদা শেষ হবে?
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৩
138934
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
187419
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট, ধন্যবাদ।
০৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
138935
মামুন আব্দুল্লাহ লিখেছেন : বারাকাল্লাহুফি । ভালো থাকুন । আল্লাহ আপনাকে ভালো রাখুক ।
187571
০৬ মার্চ ২০১৪ রাত ০২:২৪
সজল আহমেদ লিখেছেন : আমীন।
১১ মার্চ ২০১৪ রাত ১১:৩১
141872
মামুন আব্দুল্লাহ লিখেছেন : জাযাক আল্লাহ খায়ের ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File