"শিশুর মন" ( কবিতা )
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৯:৪৬ সকাল
"শিশুর মন"
-আবদুল্লাহ আল মামুন
শিশুর মনে ভয় দিও না
কাদবে তাদের মন,
শিশুর সাথে মিথ্যা বলা
করো নাকো ভূল ।
শিশুর সাথে ধমক দিয়ে
বলবে না কেউ কথা,
তাদের সাথে ফেরেস্তারা
থাকে সদা সর্বদা !
শিশুর সাথে ঝগড়া বিবাদ
করো নাকো না কভু ,
শিশুর মনে আঘাত দিলে
কষ্ট পাবে প্রভূ !
হাসিখুশি বলবে কথা
শিশুর সাথে হেসে,
এই শিশুটি মোদের জীবন
একদিন ধন্য করবে সে !
আশার প্রদীপ আলোয় ভরা
করবে মোদের ধন্য,
শিশু মোদের জীবন প্রদীপ
আলো করবে ঘর,
বাবা মায়ের সুখে দু:খে
থাকবে জীবন ভর !
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন