শুক্রবার ও ছুটির গল্প !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৪:৫৬ সকাল
ছোট বেলায় যেদিন শুক্রবার আসতো সেদিন এতোই আনন্দ লাগতো যে মাঝে মাঝে আম্মা আমাকে পরীক্ষা করে দেখতেন ! সকাল হলে ঘুম থেকে উঠার কোনো তাড়া থাকতো না ইচ্ছামতো ঘুমাতাম । যেমন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আরবী পড়তে যাওয়া ছিলো একটি নিয়মিত রুটিন তারপর স্কুলে যাওয়া সাপ্তাহে ৬দিনই একটি নিয়মের মধ্যেই থাকতে হতো,শুক্রবার আসলে খুব আনন্দ লাগতো যে আজ ছুটির দিন সকালে আরবী পড়ার বালাই নেই, স্কুলে যাওয়ার তাড়া নেই ! বিশেষ করে শীতের দিন উঠতেই মন চাইতো না একরকম শীতের সাথে যুদ্ধ করেই আরামের ঘুমকে হারাম করে উঠতে হতো,আর প্রতিদিন আম্মার নিয়মিত রুটিন ছিলো আমাকে ডেকে ডেকে উঠানো । অনেক ডাকাডাকির পর আড়মোড়া দিয়ে অনেক কষ্টে ঘুম ভাংতো । আর শুক্রবার আসলে যখন আম্মা সকালবেলা ডাকতো তখন বলতাম আজ শুক্রবার ! তখন আম্মা বুঝতো যে আজ আমার ছুটির দিন ! তাই আম্মাও আর ডাকতো না ছোটবেলায় ছুটির ( শুক্রবার )দিন ইচ্ছামতো ঘুমাতাম ।এই দিন আম্মার ডাকাডাকি বন্ধ থাকতো! এখনো শুক্রবার আসে সেই সকালবেলা আরবী পড়তে যাওয়ার তাড়না নেই,নেই স্কুলে যাওয়ার রুটিন বাধা নিয়ম নেই আম্মার ভোরবেলা উঠানোর নিয়ম,আমার আম্মা এই শুক্রবারের গল্প অনেকের কাছেই বলতেন যে,আমি শুক্রবার আসলেই বলতাম যে আজ শুক্রবার ! আজ সাত সমুদ্র দূরে থেকে যেদিন শুক্রবার আসে আজও মনে পড়ে শুক্রবারে আম্মার ঘুম থেকে উঠিয়ে দেয়ার কথা ! আর তখন আম্মাকে খুব মিস করি ।
এখন হয়তো সকালে নামাজ পড়ার জন্যে ভোরে ঘুম থেকে উঠতে হয় ঠিকই কাজে যাওয়ার জন্যে রুটিন করে বের হতে হয় । এখনো অনেক শুক্রবার আসে;কিন্তু ছোটবেলার শুক্রবার ছিলো আরবী পড়তে না যাওয়া ও স্কুল না যাওয়ার শুক্রবার তাই আনন্দটা একটু বেশীই কাজ করতো ! ছোটবেলা স্কুল ছুটি ও সকালবেলা আরবী পড়ার ছুটির দিনগুলি খুবই উপভোগ্য মনে হতো ।
আর এখন প্রতি শুক্রবারে আম্মাকে ফোন করি । ছোট বাচ্চদের মতো তাই বলতে খুব ইচ্ছে করে I love you mammy,I miss you mammy . I love you forever .
এই একটি জায়গায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা ও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরদিন থাকে । মায়ের জন্যে ভালোবাসা !
"তোমার ছেলে মাগো
বড়ো হয়েছে অন্যের চোখে
তোমার কাছে সে এখনো
খোকা রয়ে গেছে
মাগো খোকা রয়ে গেছে "
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকালে খেলতে যেতাম । বিকালে কার্টুন দেখে আবারও মাঠে ।
মন্তব্য করতে লগইন করুন