সব সম্ভবের দেশ এখন আমাদের বাংলাদেশ !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২২ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪৯:৪৪ সন্ধ্যা

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন, যে যা করতে চায় তাই হয়ে যায়!

কেউ যদি পরিকল্পনা করে আজ ১০ জনকে হত্যা করবে তাও সম্ভব ! আবার কেউ যদি পরিকল্পনা করে আজ আমি অমুক এলাকায় চাদাবাজি করবো তাও তার পক্ষে সম্ভব ! যদি কেউ আজ পরিকল্পনা করে আমি অমুক বাড়িতে ডাকাতি করবো তাও সম্ভব ! যদি কেউ পরিকল্পনা করে আমি আজ অমুক বাড়িতে গিয়ে ধর্ষণ করবো তাও সম্ভব ! যদি কেউ পরিকল্পনা করে আজ আমি অমুক এলাকায় ত্রাস সৃষ্টি করবো তাও কিন্তু সম্ভব ! সব সম্ভবের দেশ এখন আমাদের বাংলাদেশ ! যা মন চায় সব করা যায় ! যতো খারাপ কাজ করতে চায় সব বিনা দ্বিধায় করতে পারে ! কারো কাছে অনুমতি চাইতে না অনুমতি নেয়ার কোনো প্রয়োজন হয় না ! যার যা মন চায় তাই করতে পারে । কারো মনে যদি খায়েশ থাকে আজ আমি কোটিপতি হবো হওয়া সময়ের ব্যাপার ! হত্যা ,খুন, চাদাবাজি,সংন্ত্রাস, গুম, গুপ্তহত্যা, এসিড সংন্ত্রাস ও ধর্ষণ এখন শুধু ইচ্ছা করলেই করা যায় ! দেশটা কি আগে এমন ছিলো ?কেউ ইচ্ছা করলেও এসব জগণ্য ও ঘৃণ্য অপরাধগুলো করার মতো সাহস পেতো না । হলেও অপরাধী,অপরাধ করে কখনো আইনের হাত থেকে রেহাই পেতো না ! অথচ বিগত কয়েক বছর এ ঘৃণ্য অপরাধগুলো যেনো দেশের মানুষের কাছে সয়ে গেছে ! ইচ্ছা করলে করতে পারছে ! হায়রে দেশ কবে তুই আগের অবস্থায় ফিরে যাবি ? নাকি এভাবেই দেশের মানুষকে ভোগাতে থাকবি ?

.......এম.এ.মামুন.......

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File