গার্ড অব অনার ! যা একটি শিশুর মানসিক বিকাশকে বাধাগ্রস্থ করে !!
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৬ অক্টোবর, ২০১৩, ০৬:৪৫:১৪ সন্ধ্যা
কোনো মন্ত্রী এমপি বা সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রী কোনো সফরে দেশে বা বিভাগীয় শহরে অথবা রাজধানীর ভেতর কোনো অনুষ্ঠানে গেলে তাদেরকে স্কুলের কোমলমতি ছোট ছোট বাচ্চাদের দিয়ে গার্ড অব অনার দেয়ার জন্যে সারিবদ্ধভাবে দুইদিকে দাড় করিয়ে রাখা হয় ! অতিথি আসার কমপক্ষে ২/৩ ঘন্টা আগে থেকেই । এতে করে অনেক বাচ্চা অসুস্থ্য হয়ে পড়েন ? ৫/১০ মিনিট হলে সেটা ভিন্ন কথা বাচ্চারা এনজয় করে ;কিন্তু সেটা যখন ২/৩ ঘন্টা হয় তখন বাচ্চারা এনজয়ের পরিবর্তে অসুস্থ্য হয়ে পড়ে বিপত্তি ঘটে সেখানেই !
আমার প্রশ্ন হলো দেশের রাজনীতিবিদদের কাছে তোমরা কেন এই জগণ্য শিশু নির্যাতনগুলোকে প্রশয় দিচ্ছো ? গার্ড অব অনার শিশুদের দিয়ে কেন ? সরকারী কাজে কেনো তোমরা শিশুদের অমানবিকভাবে ঘন্টার পর ঘন্টা গার্ড অব অনারের নামে প্রখর রোদের তাপে কেন বাচ্চাদেরকে নির্যাতন করছো ? যদি তোমাদের গার্ড অব অনারের এতোই প্রয়োজন বোধ করো তাহলে সরকারের বিভিন্ন বাহিনী দিয়ে গার্ড অব অনার করো ! কোমতমতি বাচ্চাদের মানসিক বিকাশকে নষ্ট করো না ? আবহমান কাল থেকে চলে আসা এসব বিকৃত সংস্কৃতি বন্ধ করো ? কোমলমতি স্কুলের বাচ্চাদের এসব বিকৃত অপসংস্কৃতির কালো প্রথা থেকে বের হয়ে আসার জন্যে অবিভাবক শিক্ষক ও সমাজের তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ! কোনো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরকারের কোনো কর্তা ব্যক্তিরা গেলে তাদের অন্যভাবেও সম্মান দেখানো যায় সেজন্যে শিশুদের ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে অমানবিকভাবে দাড় করিয়ে নয় ! শিক্ষার নামে কোমলমতি বাচ্চাদের মানসিক বিকাশকে অংকুরেই বাধাগ্রস্থ ও বিপদগ্রস্থ করবেন না ? শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্থ করার কোনো অধিকার যেমন একজন শিক্ষকের নেই তেমনি কোনো সরকারেরও ! শিক্ষাখাতে প্রচুর বাজেট করে সেই কোমলমতি বাচ্চাদের ওপর মানসিক নির্যাতন করে শিক্ষালয়কে ও জাতিকে কলুষিত করবেন না ! আজকের অংকুরটিই আগামীতে বড়ো হয়ে গাছ হবে । শিশুরাই জাতির ভবিষ্যত । আজ যে শিশু আগামী দিনে সেই জাতির কর্ণধার ! সুতরাং নিজে একবার ভাবুন যদি নিজের আদরের সন্তানটি এরকম অবস্থার সম্মুখীন হয় তখন অভিভাবক হিসেবে আপনার কেমন লাগবে !!
আশা করি শিশু অধিকার আইনে শিশুর মানবাধিকার রক্ষায় এসব বিকৃত গার্ড অব অনার থেকে বিরত থাকবেন !
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন