কাবা শরীফ ধোয়ার কাজ সম্পন্ন।
লিখেছেন লিখেছেন ফখরুল ০৮ নভেম্বর, ২০১৪, ১০:২৫:৫৩ রাত
মক্কার গভর্নর প্রিন্স মিশাল বিন আব্দুল্লাহর নেতৃত্বে শনিবার কাবা শরিফ ধোয়ার কাজ সম্পন্ন হয়।
দুই রাকাত নফল নামাজ পড়ে কাবা ধোয়ার কাজ শুরু হয়। কাবা শরিফ ধোয়ার কাজে গোলাপজল, উদ, কস্তরী মিশ্রিত যমযমের পানি ব্যবহার করা হয়েছে। দুই মসজিদ বিষয়ক দফতরের নির্বাহী প্রধান শায়খ আবদুর রহমান আসসুদাইস, উপ-প্রধান শায়খ মোহাম্মদ আল-খোজাইমসহ মন্ত্রী, শীর্ষ আলেম, কূটনীতিক, সাধারণ নাগরিক এবং দর্শনার্থীরা এতে যোগদান করেন।
হজ ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর দুইবার, মহররম ও শাবান মাসে কাবা শরিফের ভেতরে ধোয়ার কাজ পরিচালিত হয়। মক্কার প্রধান মসজিদ কমপ্লেক্সের ভেতরে কাবা শরিফ অবস্থিত। এটি বিশ্বের সকল মুসলমানদের বিশ্বাসের প্রধান কেন্দ্র, ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করেন। প্রতি বছর লাখ লাখ লোক হজ ও ওমরাহ পালনে কাবায় আসেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘পর পর নবম বার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি বলেন ‘আরও একবার আমাকে এই সুযোগ দেবার জন্য হজ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।’
কাবা শরীফ ধৌতকরণ অনুষ্ঠানে অংশ নিতে এসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জাফার বলেন, ‘এটি একটি মহা সম্মান, পঞ্চম বারের মত এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
The Report24
বিষয়: বিবিধ
১৬৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া আপনি গেছিলেন-- আপনি তো সৌদিতে থাকেন তাই জানতে চাইলাম-- জানাবেন আশা রাখছি
মন্তব্য করতে লগইন করুন