ন তু ন প্র ভা তে র স ন্ধা নী মো রা। 
লিখেছেন লিখেছেন ফখরুল ০১ নভেম্বর, ২০১৪, ০১:৪৯:০৫ দুপুর
নতুন প্রভাতের সন্ধানী মোরা,
আলোকিত করবো এই জমিন।
সে দিন আর রবে না কোন হাহাকার,
আসবে ফিরে সেই সোনালী দিন।
এই হল আমাদের দীপ্ত শপত,
আনবই আনব নতুন সকাল।
উঁচু আর নিচুতে রবেনা কোন ভেধাবেদ।
ভ্রাতৃত্ব ভালোবাসায় কেটে যাবে সকল বিরোধ।
সমাজের কল্যাণে মুক্তির আহ্বানে, এসো এসো হে নবীন।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বিশ্বময় ভ্রাতৃত্বের আলোক ছড়িয়ে-
ভেদাভেদ মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মানে-
একটি সম্ভাবনাময় আগামীর জন্যে হোক-
আমাদের সকল প্রচেষ্টা ও কর্ম!!
পরিবর্তন ও দৃপ্ত শপথের আহবান সম্বলিত অসাধারণ উপস্হানায় অনেক ধন্যবাদ ও সমর্থন জানাই.......।
মন্তব্য করতে লগইন করুন