হামদঃ তোমার করুনা।
লিখেছেন লিখেছেন ফখরুল ২৯ অক্টোবর, ২০১৪, ০৫:১২:০৩ বিকাল
এই পৃথিবীতে আমি যে দিকে তাকাই
নিপুন সৃষ্টি দেখে তোমাতে হারাই।
তোমার করুনায় বৃষ্টি ঝরে
পাখ পাখালি গায় তোমার তরে।।
বন বনানী দিয়ে সাজালে জমিন
ফসলের মাঠে দিলে সোনার ফলন।
নদ নদী আর গাছ গাছালী
তোমার করুনার সৃষ্টি সবই।
দক্ষিণা পবনে প্রান ভরে যায়
মিষ্টি পানি দিয়ে তৃষ্ণা মিটাও।
তাইতো তোমার প্রেমে হই যে আকুল
সৃষ্টি তোমার প্রভু নেই কোন তুল।
দিনের আলোর শেষে রাতের কাল
সরাতে তুমি ফের জোছনা ঢাল।
সকল ক্ষমতার উৎস তুমি
তুমি হলে চীর অন্তর্যামী।
বিঃ দ্রঃ সুরকার ভাইদের দৃষ্টি আকর্ষণ।
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ।
হামদের প্রতি টা ছত্রে ছত্রে করুণাময় আল্লাহর অপার সৃষ্টির মাঝে তাঁর বড়ত্ব-মহানতা চমৎকার ভাবে ফুটে উঠেছে!
তাঁর কুদরতের সামনে মস্তক অবনত হয়ে যায় অজান্তেই! 'সুবহানাল্লাহ' বেড়িয়ে আসে হ্রদয়ের গহীন থেকে!
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা 'হামদ' আমাদের কে উপহার দেয়ায়!!!
শুনবেন ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন