হামদঃ তোমার করুনা। Love Struck Rose

লিখেছেন লিখেছেন ফখরুল ২৯ অক্টোবর, ২০১৪, ০৫:১২:০৩ বিকাল



এই পৃথিবীতে আমি যে দিকে তাকাই

নিপুন সৃষ্টি দেখে তোমাতে হারাই।

তোমার করুনায় বৃষ্টি ঝরে

পাখ পাখালি গায় তোমার তরে।।

Roseবন বনানী দিয়ে সাজালে জমিন

ফসলের মাঠে দিলে সোনার ফলন।

নদ নদী আর গাছ গাছালী

তোমার করুনার সৃষ্টি সবই।

Roseদক্ষিণা পবনে প্রান ভরে যায়

মিষ্টি পানি দিয়ে তৃষ্ণা মিটাও।

তাইতো তোমার প্রেমে হই যে আকুল

সৃষ্টি তোমার প্রভু নেই কোন তুল।

Roseদিনের আলোর শেষে রাতের কাল

সরাতে তুমি ফের জোছনা ঢাল।

সকল ক্ষমতার উৎস তুমি

তুমি হলে চীর অন্তর্যামী।

বিঃ দ্রঃ সুরকার ভাইদের দৃষ্টি আকর্ষণ।

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279365
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২১
অনেক পথ বাকি লিখেছেন : হে প্রভু তোমার নেইকো কোনো তুল Rose Rose
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
223111
ফখরুল লিখেছেন : মাফ কর যত আছে, মোদের সব ভুল।
আপনাকে ধন্যবাদ। Rose
279370
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
মামুন আব্দুল্লাহ লিখেছেন : তোমার সৃষ্টি তুমি তুমিতো রব মানুষে মানুষে করে শুধু কলরব ।
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
223133
ফখরুল লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই সুন্দর মন্তব্যের জন্য। Rose
279420
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:১১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হৃদয় ছুঁয়া কৃতজ্ঞতার বাণী আল্লাহ কবুল করুক,অনেক সুন্দর হয়েছে ফখরুল ভাই।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫২
223296
ফখরুল লিখেছেন :
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
223298
ফখরুল লিখেছেন : গুরু আপনাদের লেখা পড়ে কিছু লেখার চেষ্টা করছি। Praying Praying Praying
279434
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৩
সাইফুল সাইমুম০১ লিখেছেন : তোমার সৃষ্টি তুমি তুমিতো রব মানুষে মানুষে করে শুধু কলরব ।অনেক সুন্দর হয়েছে ফখরুল ভাই
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
223299
ফখরুল লিখেছেন :
279449
২৯ অক্টোবর ২০১৪ রাত ১০:২৩
আফরা লিখেছেন : অনেক সুন্দর একটা হামদ লিখেছেন ভাইয়া , মনটা ভরে গেল ।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
223300
ফখরুল লিখেছেন :
279517
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৪
কাহাফ লিখেছেন :
হামদের প্রতি টা ছত্রে ছত্রে করুণাময় আল্লাহর অপার সৃষ্টির মাঝে তাঁর বড়ত্ব-মহানতা চমৎকার ভাবে ফুটে উঠেছে!
তাঁর কুদরতের সামনে মস্তক অবনত হয়ে যায় অজান্তেই! 'সুবহানাল্লাহ' বেড়িয়ে আসে হ্রদয়ের গহীন থেকে!
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটা 'হামদ' আমাদের কে উপহার দেয়ায়!!! Rose Rose Rose
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৪
223301
ফখরুল লিখেছেন :
279647
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১২
ওমর শরীফ লিখেছেন : মাশাআল্লাহ,অনেক সুন্দর হয়েছে। আপনার কন্ঠে শুনতে পারলে ভাল লাগতো। আপনাকে অনেক ধন্যবাদ
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৪
223352
ফখরুল লিখেছেন : অনেক ধন্যবাদ ওমর শরীফ ভাই। ইনশাআল্লাহ শুনবেন। Good Luck Good Luck
279650
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
লোকমান লিখেছেন : গেয়ে শুনাবনে কবে? অপেক্ষায় রইলাম...
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৯
223367
ফখরুল লিখেছেন :

শুনবেন ইনশাআল্লাহ
279664
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
223383
ফখরুল লিখেছেন :
১০
279777
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Wonderful writing mashallah. Jajakallahu khair.
৩১ অক্টোবর ২০১৪ রাত ০১:২৩
223528
ফখরুল লিখেছেন : বারাকআল্লাফিক। Good Luck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File