তোমার স্মৃতি গুমড়ে মরে, আমার এই অন্তরে..... মা
লিখেছেন লিখেছেন ফখরুল ২২ অক্টোবর, ২০১৪, ০৩:২২:০৪ দুপুর
কথা, সুর: ফখরুল ইসলাম।
ভুলতে পারিনা আমি তোমাকে,
কি করে ছেড়ে গেলে তুমি আমাকে।
তোমার স্মৃতি গুমড়ে মরে,
আমার এই অন্তরে।
মা................. ও......মা।
আজকে তুমি হয়ে গেলে অধরা
চলে গেলে অনেক দূরে।
ঘুমের ঘোরে খুঁজি তোমায়,
আমার স্বপ্নে ঘুরে।
কি করে গো মা বলে দাও না,
তোমায় দেখিব আমি প্রান ভরে।
তয়াম্র স্মৃতি গুমড়ে মরে,
আমার এই অন্তরে।
মা................. ও......মা।
সুর রেডি, রেকডিংএর অপেক্ষায়।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
পরম সাধনার চরম কাংখিত ধন'জান্নাত'কে স্বীয় পদতলে রাখা অতিগুরুত্বপুর্ণ ব্যক্তিত্ব 'মা' কে নিয়ে অসাধারণ একটি সংগীত আমাদের কে উপহার দেয়ায়-
অনেক অনেক ও অনেক ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহু খাইরান জানাই অন্তর থেকেই।
আসসালামু আলাইকুম.........
পরওয়ার দিগারের কাছে আপনার পুর্ণ সুস্হ্যতার আবেদন জানাই সদা..........।
আমার ফেবু লিংকঃ
মন্তব্য করতে লগইন করুন