আমার ব্লগিং ও রিয়াদ ব্লগারস কমিউনিটি।
লিখেছেন লিখেছেন ফখরুল ২১ অক্টোবর, ২০১৪, ০১:৪০:৪৪ দুপুর
সময়টা ২০১০-২০১২ সাল। বাংলাদেশের ব্লগ জগতের আলোড়ন সৃষ্টি কারি ব্লগ, সোনার বাংলা ব্লগ। সল্প সময়ে তারা পৌঁছে জনপ্রিয়তার শীর্ষে। বাংলা ব্লগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে বাংলা ব্লগের শুরু হয়। ২০০৪ সালের এপ্রিলে সুকন্যা মজুমদার ও দেবাশীষ চক্রবর্তী মিলে ব্লগস্পটে বাংলা ব্লগ নামে একটি সাইট (http://banglatest.blogspot.com) চালু করেন। এই সাইটের মাধ্যমে তারা বাংলা ব্লগের প্রসারে কাজ করেন। সাইটটিতে তারা ২০০৪ সালের ৩ এপ্রিল ‘বাংলা ব্লগ কী ভাবে লিখবেন’ শিরোনামে একটি পোস্ট দেন। তারপর বাংলা ব্লগ কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামহ্যোয়ারইন ব্লগ। ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সামহ্যোয়ারইন ব্লগ যাত্রা শুরু করে (আনুষ্ঠানিক তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরকে বিবেচনা করা হয়)। সামহ্যোয়ারইন ব্লগই প্রথম কমিউনিটি বাংলা ব্লগ। এমনকি সম্পূর্ণ বাংলায় তৈরি প্রথম ব্লগ সাইট হিসেবে সামহ্যোয়ারইন ব্লগকেই চিহ্নিত করা যায়। ব্লগার সুমন চৌধুরী লেখেছেন, “আমি বাংলা ব্লগিংয়ের শুরু বলে ধরতে চাই ২০০৫ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সামহোয়ারইনব্লগের জন্মকে। শুরু হয় বাংলা ব্লগের ব্যাপকতা ব্লগ জন্ম দিতে থাকল একের পর এক লেখক। এবার ফিরে আসি মুল কথায় সোনার বাংলা ব্লগের শুরু ২০১০ জানুয়ারী তে। রিয়াদের ব্লগারদের মাঝে শ্বশুর হিসেবে পরিচিত ব্লগার সোনালী দিন শশুর ভাই ব্লগে আসার জন্য অনুরোধ করলেন, ব্লগ সম্পর্কে বিস্তারিত বললেন। এর আগে ফেইস বুকে অনেক লিঙ্ক দেখতাম সোনার বাংলা ব্লগের। মাঝে মাঝে ভিজিট করা হত একজন পাঠক হিসেবে। পরবর্তীতে ব্লগে আইডি তৈরি করি আর সেই থেকে ব্লগের প্রেমে পড়া। এখনও তাড়া করে বেড়ায় জানিনা এই প্রেম কবে শেষ হবে। প্রেমে পড়াটাই স্বাভাবিক, কারন ব্লগে আসার পর পেয়েছি দেশে বিদেশে অবস্থানরত ব্লগার ভাইদের ভালবাসা। দিন দিন ব্লগ টা নেশায় পরিনত হয়েছে। সৃষ্টি হতে থাকলো ব্লগারদের সাথে ভালোবাসার অটুট বন্ধন, এ যেন হাজার বছরের আত্মীয়ের বন্ধন, মেতে উঠতে থাকলো ব্লগ পাড়া, কখনও দেশ প্রেমে, কখনও মানবতার প্রেমে, কখনও শৈশব স্মৃতি, কখনও কখনও অন্যায়ের প্রতিবাদ, কখনও আড্ডা, কখনও আবার হাঁসি ঠাট্টা, এই নিয়ে আলোচনা, পর্যালোচনা যুক্তি তর্ক। জনপ্রিয় ব্লগার লোকমান ভাই রিয়াদের ব্লগারদের নিয়ে একটি ইফতার পার্টি করার উদ্যোগ নেন। তার ধারাবাহিকতায় ব্লগে একটি পোস্ট ও দেন। সেখানে রিয়াদের ব্লগার ভাইদের বার্তায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়।। জারাই যোগাযোগ করেছে তাদের নাম্বার পোস্ট এডিট এর মাধ্যমে পোস্টে তাদের নাম এবং নাম্বার সহ আপডেট হতে থাকে। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে, কল রিসিভ করতেই কণ্ঠ টা কেমন পরিচিত মনে হল জিজ্ঞেস করলাম কে ভাই? জবাব আসলো আমি শাহিন (ব্লগার তির্যক ১০) । উনি জিজ্ঞেস করলেন আপনি শিল্পী ফখরুল? আমি বললাম জি , আমাকে বললেন আপনি সোনার বাংলা ব্লগে লেখেন? আমি বললাম মাত্র কয়দিন হল ব্লগে আইডি খুলেছি, নিয়মিত পাঠক, লেখার চেষ্টায় আছি। উনি বললেন আমি আপনার নাম এবং নাম্বার ব্লগ থেকে নিয়েছি। পরবর্তীতে অনেক ব্লগার ভাইয়ের ফোন পেয়ে আরও উৎসাহী হই। নিজের আঙ্গিকে কাজ শুরু করি প্রচারণা চালাতে থাকি ইফতার রিয়াদের অবস্থানরত সকল ব্লগারদের যোগাযোগ করার আহ্বান করা হয় সেখানে। তখন ব্লগার হিসেবে ব্যাক্তিগত ভাবে চিনতাম ব্লগার সোনালী দিন পরিচয় ফেইস বুকে, আর ব্লগার লোকমান ভাইয়ের সাথে কোন এক প্রোগ্রামে পরিচয়, আর ব্লগার মেরাজ ভাইয়ের সাথে ক্রিকেট মাঠে। পরবর্তীতে দেখা গেল অনেক পরিচিত মুখ যারা ব্লগে ছদ্মনাম নামে ব্লগিং করতেন। রিয়াদ প্রবাসী ব্লগারদের ইফতার পার্টিতে প্রায় ৩০ জন ব্লগার উপস্থিতিতে ইফতার পার্টি সম্পন্ন হয়। জানা হল আরও কয়েক জন নতুন ভাইয়ের সাথেও। প্রবাসের শত কর্ম বেস্ততার মাঝে ও ব্লগের প্রতি এক অনন্য ভালোবাসায় রিয়াদ বাংলাদেশী কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করে ব্লগটাকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলে। কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে রিয়াদের ব্লগারদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। কখনও সাংস্কৃতিক কর্মীর ভূমিকায়, কখনও সমাজ সেবকের ভূমিকায় দেখা যেত রিয়াদের প্রবাসী ব্লগারদের। সকলের আন্তরিকতায় আবারও অনেক বড় একটা উদ্যোগ নেয় রিয়াদ প্রবাসী ব্লগাররা। ব্লগারদের উদ্যোগে স্বাধীনতার ৪০ বৎসর উদযাপন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ্ দেশে বিদেশের ব্লগারদের উৎসাহ ও রিয়াদের ব্লগারদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতায় রিয়াদের একটি চার তারা হোটেলে একটি সুন্দর প্রোগ্রাম ও ব্লগারদের মিলনমেলায় পরিনত হয়। ব্লগার Nur 3D ভাইয়ের কঠোর পরিশ্রমে অনুষ্ঠান সরাসরি এক ওয়েব সাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। সৌদিআরবের দাম্মাম থেকে ব্লগার আবু জারীর ভাই সহ ১০ জন ব্লগারদের এক টিম যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একপর্যায়ে কেমন জানি ঝিমিয়ে পড়ল ব্লগ পাড়া। এক ঝড়হাওয়া এসে লণ্ডভণ্ড করে দিল সব। কিছু দিন পর সিবিএফ এর আবির্ভাবে একটু সস্থির নিঃশ্বাস ফেলল অনেকই। এই একটা সুযোগ ব্লগারদের নিয়ে কিছু করা, রিয়াদের ব্লগারদের নিয়ে আবারো কিছু একটা করার। ব্লগার লোকমান ভাই ফেইজ বুকে একটি ওপেন গ্রুপের মাধ্যমে প্রচারণা শুরু করেন, যোগাযোগ শুরু হল ফেইস বুকে। শুরু হয়েছে সিবিএফ রিয়াদ এর পথ চলা।
বিষয়: বিবিধ
৩০৭৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ নান্দনিক আলোচ্য লেখনী আমাদের মত সাধারণ ব্লগ পাঠককে-'ব্লগের পরিচয়-বাংলা ব্লগের ক্রমমান বিকাশ'সম্পর্কে কিছুটা ধারণা, সর্বোপরি ব্লগিং জগতের সাথে স্বীয় প্রয়োজনেই মিশে থাকার অনুপ্রেরণা যোগাবে।
আপনাদের সকল কার্যক্রমের সাথে আমাদের কে জড়িত রাখার বিনীত অনুরুধ জানাচ্ছি।
আপনাদের কুসুমাস্তীর্ণ সফল পথচলা কামনা করছি মহান রবের দরবারে।
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ।
অনেক দুঃখিত ভাই আপনাদের কে কষ্ট দেয়ায়।
কুইক কমেন্ট তৈরি করছি। এখন বিজি আছি।
ধন্যবাদ প্রিয় ফখরুল ভাইকে। ধন্যবাদ সকল ব্লগারদের।
আসসালাম......শ্রদ্ধেয় লোকমান ভাই, নম্বর আগেরটাই ঠিক আছে।
ব্লগ কতৃপক্ষের প্রতিঃ
বার্তা পাঠানোর অপশন নিয়ে আশা।
ব্লগ পোস্টে (+) (-) রেটিং চালু করা।
প্রতি দিন একটি পোস্ট স্টিকি করা।
ম্যাগাজিন পেইজে নির্বাচিত ব্লগ গুলকে হাইলাইট করা।
জাতীয় ইস্যুতে প্রতিযোগিতার ব্যাবস্থা করা।
ব্লগ সাইট থেকে চলে যাবার পরও যেন লগইন থাকে সেই সিস্টেম করা।
এবার আসব জাদের জন্য এই ব্লগ।
ব্লগারদের প্রতিঃ
ব্লগে মন্তব্য করে ব্লগারদের উৎসাহিত করা।
অনেক সময় দেখা যায় মন্তব্য করার পর কোন প্রতি মন্তব্য করা হয় না। প্রতি মন্তব্য করে মন্তব্যকারিদের উৎসাহিত করা।
আড্ডা পোস্ট করা। দৈনিক, সাপ্তাহিক।
কবিতার আসর করা। (সাপ্তাহিক)
সোনার বাংলাদেশ ব্লগকে খুব মনে পড়ে। ব্লগ বন্ধ হওয়ায় আমার দেড় শতাধিক লেখা হারিয়ে গেল। পরবর্তীতে সামান্য কিছু লেখা উদ্ধার করতে পেরেছিলাম।
পবিত্রভূমির সকল ব্লগারকে ফুলের শুভেচ্ছা।
জাজাকাল্লাহ।
তবে যারা সোনার বাংলাদেশ ব্লগের জন্য মাতম করছেন তাদেরকে একটু কাটা গাঁয়ে নুনের ছিটা দিতে চাই ........
সোনার বাংলাদেশ ব্লগ
মানবেনা কোন বাধা।
দোয়ার দরখাস্ত রইলো সবুজ ভাই।
সিবিএফ এর মাধ্যমে উঠে আসুন ফররুখ
সিবিএফ এর মাধ্যমে তৈরী হোক বাংলা সাহিত্য ঝড় তোলা আগামীর নন্দিত কথা সাহিত্যিক,
সিবিএফ এর তৈরী করা ব্লগারকে হেমিলনের বাশীওয়ালার মত অনুসরন করুক দিশেহারা যুবক সমাজ, সে প্রত্যাশার দীপ মনের গহীনে জ্বেলে রেখে - সেই কবে থেকেই না অপেক্ষা করছি।
সিবিএফ এর তৈরী করা ব্লগারকে হেমিলনের বাশীওয়ালার মত অনুসরন করুক দিশেহারা যুবক সমাজ, সে প্রত্যাশার দীপ মনের গহীনে জ্বেলে রেখে - সেই কবে থেকেই না অপেক্ষা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্যে দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।
মন্তব্য করতে লগইন করুন