RoseRoseআমার ব্লগিং ও রিয়াদ ব্লগারস কমিউনিটি। RoseRose

লিখেছেন লিখেছেন ফখরুল ২১ অক্টোবর, ২০১৪, ০১:৪০:৪৪ দুপুর

সময়টা ২০১০-২০১২ সাল। বাংলাদেশের ব্লগ জগতের আলোড়ন সৃষ্টি কারি ব্লগ, সোনার বাংলা ব্লগ। সল্প সময়ে তারা পৌঁছে জনপ্রিয়তার শীর্ষে। বাংলা ব্লগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে বাংলা ব্লগের শুরু হয়। ২০০৪ সালের এপ্রিলে সুকন্যা মজুমদার ও দেবাশীষ চক্রবর্তী মিলে ব্লগস্পটে বাংলা ব্লগ নামে একটি সাইট (http://banglatest.blogspot.com) চালু করেন। এই সাইটের মাধ্যমে তারা বাংলা ব্লগের প্রসারে কাজ করেন। সাইটটিতে তারা ২০০৪ সালের ৩ এপ্রিল ‘বাংলা ব্লগ কী ভাবে লিখবেন’ শিরোনামে একটি পোস্ট দেন। তারপর বাংলা ব্লগ কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সামহ্যোয়ারইন ব্লগ। ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সামহ্যোয়ারইন ব্লগ যাত্রা শুরু করে (আনুষ্ঠানিক তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরকে বিবেচনা করা হয়)। সামহ্যোয়ারইন ব্লগই প্রথম কমিউনিটি বাংলা ব্লগ। এমনকি সম্পূর্ণ বাংলায় তৈরি প্রথম ব্লগ সাইট হিসেবে সামহ্যোয়ারইন ব্লগকেই চিহ্নিত করা যায়। ব্লগার সুমন চৌধুরী লেখেছেন, “আমি বাংলা ব্লগিংয়ের শুরু বলে ধরতে চাই ২০০৫ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সামহোয়ারইনব্লগের জন্মকে। শুরু হয় বাংলা ব্লগের ব্যাপকতা ব্লগ জন্ম দিতে থাকল একের পর এক লেখক। এবার ফিরে আসি মুল কথায় সোনার বাংলা ব্লগের শুরু ২০১০ জানুয়ারী তে। রিয়াদের ব্লগারদের মাঝে শ্বশুর হিসেবে পরিচিত ব্লগার সোনালী দিন শশুর ভাই ব্লগে আসার জন্য অনুরোধ করলেন, ব্লগ সম্পর্কে বিস্তারিত বললেন। এর আগে ফেইস বুকে অনেক লিঙ্ক দেখতাম সোনার বাংলা ব্লগের। মাঝে মাঝে ভিজিট করা হত একজন পাঠক হিসেবে। পরবর্তীতে ব্লগে আইডি তৈরি করি আর সেই থেকে ব্লগের প্রেমে পড়া। এখনও তাড়া করে বেড়ায় জানিনা এই প্রেম কবে শেষ হবে। প্রেমে পড়াটাই স্বাভাবিক, কারন ব্লগে আসার পর পেয়েছি দেশে বিদেশে অবস্থানরত ব্লগার ভাইদের ভালবাসা। দিন দিন ব্লগ টা নেশায় পরিনত হয়েছে। সৃষ্টি হতে থাকলো ব্লগারদের সাথে ভালোবাসার অটুট বন্ধন, এ যেন হাজার বছরের আত্মীয়ের বন্ধন, মেতে উঠতে থাকলো ব্লগ পাড়া, কখনও দেশ প্রেমে, কখনও মানবতার প্রেমে, কখনও শৈশব স্মৃতি, কখনও কখনও অন্যায়ের প্রতিবাদ, কখনও আড্ডা, কখনও আবার হাঁসি ঠাট্টা, এই নিয়ে আলোচনা, পর্যালোচনা যুক্তি তর্ক। জনপ্রিয় ব্লগার লোকমান ভাই রিয়াদের ব্লগারদের নিয়ে একটি ইফতার পার্টি করার উদ্যোগ নেন। তার ধারাবাহিকতায় ব্লগে একটি পোস্ট ও দেন। সেখানে রিয়াদের ব্লগার ভাইদের বার্তায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়।। জারাই যোগাযোগ করেছে তাদের নাম্বার পোস্ট এডিট এর মাধ্যমে পোস্টে তাদের নাম এবং নাম্বার সহ আপডেট হতে থাকে। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে, কল রিসিভ করতেই কণ্ঠ টা কেমন পরিচিত মনে হল জিজ্ঞেস করলাম কে ভাই? জবাব আসলো আমি শাহিন (ব্লগার তির্যক ১০) । উনি জিজ্ঞেস করলেন আপনি শিল্পী ফখরুল? আমি বললাম জি , আমাকে বললেন আপনি সোনার বাংলা ব্লগে লেখেন? আমি বললাম মাত্র কয়দিন হল ব্লগে আইডি খুলেছি, নিয়মিত পাঠক, লেখার চেষ্টায় আছি। উনি বললেন আমি আপনার নাম এবং নাম্বার ব্লগ থেকে নিয়েছি। পরবর্তীতে অনেক ব্লগার ভাইয়ের ফোন পেয়ে আরও উৎসাহী হই। নিজের আঙ্গিকে কাজ শুরু করি প্রচারণা চালাতে থাকি ইফতার রিয়াদের অবস্থানরত সকল ব্লগারদের যোগাযোগ করার আহ্বান করা হয় সেখানে। তখন ব্লগার হিসেবে ব্যাক্তিগত ভাবে চিনতাম ব্লগার সোনালী দিন পরিচয় ফেইস বুকে, আর ব্লগার লোকমান ভাইয়ের সাথে কোন এক প্রোগ্রামে পরিচয়, আর ব্লগার মেরাজ ভাইয়ের সাথে ক্রিকেট মাঠে। পরবর্তীতে দেখা গেল অনেক পরিচিত মুখ যারা ব্লগে ছদ্মনাম নামে ব্লগিং করতেন। রিয়াদ প্রবাসী ব্লগারদের ইফতার পার্টিতে প্রায় ৩০ জন ব্লগার উপস্থিতিতে ইফতার পার্টি সম্পন্ন হয়। জানা হল আরও কয়েক জন নতুন ভাইয়ের সাথেও। প্রবাসের শত কর্ম বেস্ততার মাঝে ও ব্লগের প্রতি এক অনন্য ভালোবাসায় রিয়াদ বাংলাদেশী কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করে ব্লগটাকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলে। কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে রিয়াদের ব্লগারদের উপস্থিতি চোখে পড়ার মত ছিল। কখনও সাংস্কৃতিক কর্মীর ভূমিকায়, কখনও সমাজ সেবকের ভূমিকায় দেখা যেত রিয়াদের প্রবাসী ব্লগারদের। সকলের আন্তরিকতায় আবারও অনেক বড় একটা উদ্যোগ নেয় রিয়াদ প্রবাসী ব্লগাররা। ব্লগারদের উদ্যোগে স্বাধীনতার ৪০ বৎসর উদযাপন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ্‌ দেশে বিদেশের ব্লগারদের উৎসাহ ও রিয়াদের ব্লগারদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতায় রিয়াদের একটি চার তারা হোটেলে একটি সুন্দর প্রোগ্রাম ও ব্লগারদের মিলনমেলায় পরিনত হয়। ব্লগার Nur 3D ভাইয়ের কঠোর পরিশ্রমে অনুষ্ঠান সরাসরি এক ওয়েব সাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। সৌদিআরবের দাম্মাম থেকে ব্লগার আবু জারীর ভাই সহ ১০ জন ব্লগারদের এক টিম যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একপর্যায়ে কেমন জানি ঝিমিয়ে পড়ল ব্লগ পাড়া। এক ঝড়হাওয়া এসে লণ্ডভণ্ড করে দিল সব। কিছু দিন পর সিবিএফ এর আবির্ভাবে একটু সস্থির নিঃশ্বাস ফেলল অনেকই। এই একটা সুযোগ ব্লগারদের নিয়ে কিছু করা, রিয়াদের ব্লগারদের নিয়ে আবারো কিছু একটা করার। ব্লগার লোকমান ভাই ফেইজ বুকে একটি ওপেন গ্রুপের মাধ্যমে প্রচারণা শুরু করেন, যোগাযোগ শুরু হল ফেইস বুকে। শুরু হয়েছে সিবিএফ রিয়াদ এর পথ চলা।

বিষয়: বিবিধ

৩০৭৪ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276705
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
কাহাফ লিখেছেন :
অসাধারণ নান্দনিক আলোচ্য লেখনী আমাদের মত সাধারণ ব্লগ পাঠককে-'ব্লগের পরিচয়-বাংলা ব্লগের ক্রমমান বিকাশ'সম্পর্কে কিছুটা ধারণা, সর্বোপরি ব্লগিং জগতের সাথে স্বীয় প্রয়োজনেই মিশে থাকার অনুপ্রেরণা যোগাবে।
আপনাদের সকল কার্যক্রমের সাথে আমাদের কে জড়িত রাখার বিনীত অনুরুধ জানাচ্ছি।
আপনাদের কুসুমাস্তীর্ণ সফল পথচলা কামনা করছি মহান রবের দরবারে।
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ।
Rose Rose Rose
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
220666
ফখরুল লিখেছেন : আপনাকে সাগতম Big Hug Big Hug Big Hug Big Hug
Praying Praying
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
220669
লোকমান লিখেছেন : কাহাফ আপনার নাম্বারে ফোন করেছিলাম। নাম্বার বন্দ বলছে। নতুন নাম্বার দিন প্লিজ। আমাদের সকল কার্যক্রমের সাথে আপনি আছেন এবং থাকবেন ইনশা আল্লাহ। নাম্বার দিন ফোনে সময়মত সব ম্যাসেজ পেয়ে যাবেন।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৮
220680
কাহাফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.... শ্রদ্ধেয় লোকমান ভাই, আমার মোবাইল নম্বর ঠিক আছে আগের টা। আমার রাতে ডিউটি তো তাই অনেক সময় নম্বর টা বন্ধ থাকে,সাধারণ ভাবে আসরের পর থেকে রাত ১২:৩০পর্যন্ত বন্ধ থাকে।
অনেক দুঃখিত ভাই আপনাদের কে কষ্ট দেয়ায়।Good Luck Good Luck
276706
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১০
সোনালী দিন লিখেছেন : ধন্যবাদ

কুইক কমেন্ট তৈরি করছি। এখন বিজি আছি।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
220668
ফখরুল লিখেছেন : আফনে খে??? <:-P
276715
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
লোকমান লিখেছেন : আবারো জাগতে হবে আমাদের। ব্লগারদের ঘুমিয়ে থাকার কোন সুযোগ নেই। জাগিয়ে তুলবে হবে নিজের মাঝে ঘুমিয়ে থাকা লেখক সত্ত্বাকে। রিয়াদের ব্লগারগন আওয়াজ তুলুন, সিবিএফ-রিয়াদ এর সাথে যুক্ত হোন।
ধন্যবাদ প্রিয় ফখরুল ভাইকে। ধন্যবাদ সকল ব্লগারদের।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩০
220676
ফখরুল লিখেছেন : সবার আন্তরিকতায় আবারো প্রান ফিরে আসবে ইনশাআল্লাহ। Big Hug Big Hug Big Hug Big Hug
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
220681
কাহাফ লিখেছেন :
আসসালাম......শ্রদ্ধেয় লোকমান ভাই, নম্বর আগেরটাই ঠিক আছে।Good Luck Good Luck
276717
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৪
মেরাজ লিখেছেন : তোমার ছয় বলে ছয় ছক্কা মারতে মঞ্চায়
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৭
220672
লোকমান লিখেছেন : <:-P <:-P <:-P <:-P <:-P Winking) Winking) Winking) Winking) Winking) Winking) Winking)
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৯
220675
ফখরুল লিখেছেন : :D/ Applause Waiting
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৩
220677
প্রবাসী আশরাফ লিখেছেন : কি ইমু দিতে চাইতাছেন ঠিক ঠাওর করা যাইতাছেনা...Clown .
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৯
220764
লোকমান লিখেছেন : বাঁশি বাজাইলে বেলুন ফুলে সেই ইমো দিতাছি দেখা যাচ্ছে না কেন? ষড়যন্ত্র কারে কে আবার?
276720
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : সোনাবাংলাদেশ ব্লগ হারিয়ে যাবার পরপরই সেই ব্লগের প্রায় সব ব্লগাররাই ঝিমিয়ে পরেছেন। অন্য কোন ব্লগে আমারও তেমন ভাললাগেনা যেমনটা লাগতো সোনারবাংলাদেশ ব্লগে।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
220683
ফখরুল লিখেছেন : আপনার কথার সাথে ঐকমত পোষণ করছি। আসলেই সেই মজা এখন আর পাইনা। তবে আমরা সবাই যদি একটু আন্তরিক হই তাহলে ব্লগে আবার ও প্রান ফিরে আসবে ইনশাআল্লাহ। এ ক্ষেত্রে মডু ও ব্লগারদের কিছু করণীয় আছে।

ব্লগ কতৃপক্ষের প্রতিঃ

Roseবার্তা পাঠানোর অপশন নিয়ে আশা।

Roseব্লগ পোস্টে (+) (-) রেটিং চালু করা।

Roseপ্রতি দিন একটি পোস্ট স্টিকি করা।

Roseম্যাগাজিন পেইজে নির্বাচিত ব্লগ গুলকে হাইলাইট করা।

Roseজাতীয় ইস্যুতে প্রতিযোগিতার ব্যাবস্থা করা।

Roseব্লগ সাইট থেকে চলে যাবার পরও যেন লগইন থাকে সেই সিস্টেম করা।

এবার আসব জাদের জন্য এই ব্লগ।

ব্লগারদের প্রতিঃ

Roseব্লগে মন্তব্য করে ব্লগারদের উৎসাহিত করা।

Roseঅনেক সময় দেখা যায় মন্তব্য করার পর কোন প্রতি মন্তব্য করা হয় না। প্রতি মন্তব্য করে মন্তব্যকারিদের উৎসাহিত করা।

Roseআড্ডা পোস্ট করা। দৈনিক, সাপ্তাহিক।

Roseকবিতার আসর করা। (সাপ্তাহিক)
276729
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৮
প্রেসিডেন্ট লিখেছেন : সুন্দর পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
সোনার বাংলাদেশ ব্লগকে খুব মনে পড়ে। ব্লগ বন্ধ হওয়ায় আমার দেড় শতাধিক লেখা হারিয়ে গেল। পরবর্তীতে সামান্য কিছু লেখা উদ্ধার করতে পেরেছিলাম।

পবিত্রভূমির সকল ব্লগারকে ফুলের শুভেচ্ছা।
Rose Rose Rose Rose
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
220688
ফখরুল লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইজান। দোয়ার দরখাস্ত রইলো। Praying
276737
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০১
ইবনে আহমাদ লিখেছেন : আপনাদেরকে স্বাগত। আর ঝিমিয়ে পড়া নয়। বরং আলোকবর্তিকা হয়ে এগিয়ে আসুন। প্রবাসীরা আপনাদের জন্য অপেক্ষা করছে।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৭
220703
ফখরুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ, সহযোদ্ধা হিসেবে পাসে চাই। Praying
জাজাকাল্লাহ।
276742
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার পোষ্টে আমার কথা নাই Waiting তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম Crying । রাগে কিন্তু ফুসছি.... Pig
তবে যারা সোনার বাংলাদেশ ব্লগের জন্য মাতম করছেন তাদেরকে একটু কাটা গাঁয়ে নুনের ছিটা দিতে চাই ........

Good Luckসোনার বাংলাদেশ ব্লগ Rose Rose
Thumbs Up Thumbs Up
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
220705
ফখরুল লিখেছেন : শ্রদ্দেয় বাহার ভাই, আপনার নামটা আসে নাই জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই ব্লগটাও হয়ত এক দিন মুছে যাবে, এই লেখাটাও একদিন মুছে। কিন্তু আপনার নামটা হৃদয়ে খোদাই করে লিখা আছে, সেটা মুছবেনা।Love Struck Love Struck
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
220706
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এইবার একটু শান্ত হৈছি... জানি তেলটা পিওর ।Tongue
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৯
220708
ফখরুল লিখেছেন : It Wasn't Me! It Wasn't Me!
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫২
220765
লোকমান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৪
220787
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কি লোকমান ভাই, লাফিং গ্যাস খাইছেন নাকি, হাসি যে থামথেই চায়না..।Angel Angel
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৮
221835
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইয়ানে এত্তো গ্যাঞ্জাম ক্যান? মুই তো চোখে কিচ্ছুই হুনবার হারছি না!!! কি অইছে ইয়ানে?
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:০০
222059
ফখরুল লিখেছেন : লুকমান ভাই লাফিং গ্যাস খাইছেন। বাহার ভাই বলেছেন।
276758
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগের ইতিহাস এর সাথে ব্লগার এর ইতিহাস যেনে আনন্দিত হলাম! ব্লগার রা একত্রিত হয়ে ব্লগ কে সফল করবেন এই কামনা। তবে ফেলে আসা দিন এর জন্য হাহুতাশ কে আমি সমর্থন করিনা। নতুন দিন কে নতুন করে সাজাতে হবে। ঝড়ে ঘর ভেঙ্গে গেলে কেউ থালি আকাশের নিচে থাকেনা। প্রথমে তাবু,তারপর ঝুপড়ি এমন করে আবার ঘর বানিয়ে নেয়।
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
220720
ফখরুল লিখেছেন : কাজ শুরু হয়ে গেছে নব উদ্যমে
মানবেনা কোন বাধা।
দোয়ার দরখাস্ত রইলো সবুজ ভাই। Praying Praying Love Struck
১০
276811
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৫
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : জেনে প্রীত হলাম
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
220790
ফখরুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug
১১
276875
২১ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা জানি অনেক নেট পোকার আড্ডা রিয়াদে। সিবিএফ এর মাধ্যমে নতুন উদ্যোমে তাদের এ পথ চলা ব্লগিং জগতে নতুনভাবে আলোড়ন সৃস্টি করবে। ব্লগারদের এ ফোরাম একজন ব্লগারকে লেখক হতে সাহায্য করবে - এ প্রত্যয়ে সিবিএফ প্রকাশনির কাজ শুরু করার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। সিবিএফ হোক ব্লগারদের আগামীর স্বপ্ন,
সিবিএফ এর মাধ্যমে উঠে আসুন ফররুখ
সিবিএফ এর মাধ্যমে তৈরী হোক বাংলা সাহিত্য ঝড় তোলা আগামীর নন্দিত কথা সাহিত্যিক,
সিবিএফ এর তৈরী করা ব্লগারকে হেমিলনের বাশীওয়ালার মত অনুসরন করুক দিশেহারা যুবক সমাজ, সে প্রত্যাশার দীপ মনের গহীনে জ্বেলে রেখে - সেই কবে থেকেই না অপেক্ষা করছি।
২২ অক্টোবর ২০১৪ সকাল ১১:০১
220990
ফখরুল লিখেছেন : আগামীর নন্দিত কথা সাহিত্যিক,
সিবিএফ এর তৈরী করা ব্লগারকে হেমিলনের বাশীওয়ালার মত অনুসরন করুক দিশেহারা যুবক সমাজ, সে প্রত্যাশার দীপ মনের গহীনে জ্বেলে রেখে - সেই কবে থেকেই না অপেক্ষা করছি।

আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্যে দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।
১২
277100
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০০
সালাম আজাদী লিখেছেন : একদিন বাঙালি ছিলাম রে.....
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
221141
ফখরুল লিখেছেন : :D/ :D/ :D/ :D/
১৩
278326
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৪
ওমর শরীফ লিখেছেন : আবার আমরা ফিরে আনবো সেই অতীতকে,আবারো শুরু হবে নতুন করে পথচলা।ইংশাআল্লাহ
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৩
222122
ফখরুল লিখেছেন : ইনশাআল্লাহ। আপনাকে স্বাগতম। Good Luck Good Luck Rose Rose Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug Big Hug
১৪
281961
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ Rose
০৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
225571
ফখরুল লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইজান। Love Struck Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File