আমার ভাইয়া অসুস্থ সকলের কাছে দোয়া চাই।
লিখেছেন লিখেছেন ফখরুল ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৩৭:৩৪ বিকাল
আমার বাবা ছিলেন কুরিয়া এবং জাপান প্রবাসী, দীর্ঘ ২৫ বছরের প্রবাস জীবনে যত অর্জন তার সবটুকুই দেশে পাঠিয়েছিলেন। নিজের সঞ্চয় বলতে কোনো কিছুই তিনি করেন নি। কারণ আমার দাদা জীবিত ছিলেন। অর্জিত সব কিছুই প্রতি মাসে পাঠিয়ে দিতেন। সময়টা ১৯৯৬ শারীরিক অসুস্থতার কারণে একেবারে চলে আসেন আপন দেশে। দেশে আসার পর মুখোমুখি হন বাস্তব সত্যের, এসে দেখেন অবশিষ্ট আর কিছুই রইলনা মানসিক ভাবে আরো ভেঙ্গে পরেন বাবা। এক পর্যায়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে পড়েন। আমাদের ৩ ভাই ১ বোন মা বাবা সহ মোট ৬ জনের সংসার। আমাদের তখন উঠতি বয়স ভাইয়া তখন ক্লাস ৯ম অপু ক্লাস ৭ম আমি ক্লাস ৩য় আর ছোট ভাই ছিলো ২য় শ্রেণীতে অধ্যয়নরত। বাবার অসুস্থতার পর উপার্জনক্ষম আর কেউ রইলোনা। ঠিক তখন থেকেই নিজের পড়া লেখার পাশাপাশি আমাদের পরিবারের কান্ডারী হিসেবে নিজের কাধে দায়িত্ব তুলেনেন ভাইয়া,এবং পালন করে যাচ্ছেন! যিনি আল্লাহর রহমত ও বরকতে শূন্য থেকে আমাদের পরিবারকে আবার একটি সচল পরিবারে রূপ দিয়েছেন আলহামদুলিল্লাহ। কখনো নিজের সুখের কথা ভাবেন নি। ভেবেছেন মা বাবা ভাই বোনদের কথা। কখনো কোনো কিছু চাইতে হয়নি, চাইবার আগেই আমাদের কাছে চলে আসত। বাবার চিকিৎসার ব্যাপারে কখনো গাফলতিকরেন নি বাবার চিকিত্সা চালিয়ে গেছেন, তার অক্লান্ত পরিশ্রমে বাবা এখন পর্যন্ত সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। বাবা সুস্থ কিন্তু সেই হৃদ রোগ পেয়ে বসেছে ভাইয়া কে, গত মাসের ১ম দিকে রাতের বেলায় বুকের ব্যাথায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হবার পর চট্টগ্রামের একটি হসপিটালে ভর্তি করা হয়। ২ দিন হসপিটালে থাকার পর একটু সুস্থ হয়ে বাসায় নিয়ে আসা হয়। ১ সাপ্তাহ পর আবার ডাক্তারের সাথে দেখা করার জন্য বলে ডাক্তার। পরবর্তীতে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো হাসপাতালে যোগাযোগ করুন। ঠিক তার কিছুদিন পরেই ডাক্তারের পরামর্শ মতে ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি হন সেখানে ২ দিন থাকার পর আবার চট্টগ্রামে ফিরে আসেন। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে সাভাবিক চলাফেরা শুরু করেন। গত ২ দিন আগে মাঝ রাতে আবার বুকের ব্যাথা উঠতেই হসপিটালে ভর্তি করেন। তারপর ডাক্তার বলেন যত তাড়াতাড়ি সম্ভব হার্ট অপারেশন ছাড়া আর কোনো গতি নেই নয়তো যে কোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সকলের কাছে দোয়া চাই আগামী সপ্তাহে ভারতের চেন্নাইয়ের (মাদ্রাজ) উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৭৪৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন