চুলকানি মানে না চাচাশ্বশুর
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৯ আগস্ট, ২০১৩, ১২:১৮:১৪ দুপুর
শিরোনামের সূত্র: চাচার সঙ্গে বিয়ের দাবীতে ভাতিজা বউয়ের অনশন!
আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ!
খবর: নাগেশ্বরীতে বিয়ের দাবীতে চাচা শশুরের বাড়ীতে ভাতিজা বউয়ের অনশন চলছে। ৪ শতক জমি লিখে দেয়ার প্রতিশ্রুতিতে ঘটনা ধামাচাপা দেয়ারও চেষ্টা চলছে।
উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ফারাজীটারী গ্রামের ইমারত উল্যা মুন্সীর ছেলে দুই সন্তানের জনক গিয়াস উদ্দিন আহমেদের সাথে তার ভাতিজা মইনুল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী সালমা বেগম হাওয়ার দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত সোমবার সকাল ৯টায় সালমা বিয়ের দাবীতে গিয়াসের বাড়িতে অনশন শুরু করলে বাড়ির লোকজন জোড়পূর্বক তাকে তাড়িয়ে দেয়।
ঘটনার পর থেকে স্বামীর বাড়ির লোকজন সালমাকে আটকিয়ে রেখে ওইদিন সন্ধ্যায় শাহাজান আলীর বাড়িতে আব্দুস সালাম, গাজীউর রহমান মুন্সী, হাসেম আলী ও কাশেম আলীর উপস্থিতিতে সালিশী বৈঠক বসে। চার শতক জমি লিখে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনা মীমাংসা করলেও বুধবার পর্যন্ত তা লিখে দেয়নি।
এ ব্যাপারে গিয়াসের পরিবারের সাথে যোগাযোগ করা হলে কেউ মুখ খুলতে রাজি হয়নি। এমনকি সালমার সাথেও দেখা করতে দেয়া হয়নি।
চোরাবালির মন্তব্য: দিনিমনি আপনি তো অপ্রাপ্ত বয়ষ্ক না এবং বুদ্ধিপ্রতিবন্ধীও না, আপনি কেন চাচা শ্বশুরের আমন্ত্রণে সারা দিলেন? তার ভাতিজার কি সমস্যা আছে? সমস্যায় যদি থাকে তা হলে কেন দেশীয় আইন বা ইসলামিক আইনে তাকে তালাক দিয়ে শ্বশুরের সাথে বিয়ের পর লীলায় রপ্ত হলেন না? আপনারা কি জানেন না যে ছেলেরা এরকমই দুষ্ট প্রকৃতির? দুষ্ট লোকের মিষ্টি কথায় যেহেতু ভুললেন নিয়মানুসার কেন ভুললেন না?
এখন যত দোষ শ্বশুর মশাইয়ের তিনি পুরুষ বলে তাই না? শ্বশুর যদি আপনাকে জোর করে থাকে তা হলে কেন এতদিন জানালেন না বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? রাষ্ট্রও আপনাকে এ ধরনের সম্পর্কের অনুমোদন দেন নাই ধর্মও না এমনকি সমাজও না তা হলে কেন কোন আইনবলে করলেন?
নিশ্চয় দেহ মনের খোরাকের আইনে? তা হলে কেন আজ সামাজিক আইনে অনশন আপনার?
যখন শ্বশুরের সাথে হাসাহাসি খোস গল্প ধরাধরি গলাগলি করেছিলেন আপনার পরিবার পরিজন সবাই আপনাকে বাহবা দিয়েছিল অনেক মিশুক, ফ্রি মাইন্ডের বউ বলে, সেখান থেকেই কিন্তু আপনাদের আশক্তি। আর সেই ফ্রি মাইন্ডের কালচারে মোল্লাদের চোদ্দগুষ্টি উদ্ধারও করেছিলেন হয়তো তারা এ ধরনের ফ্রি মাইন্ড খোলামেলা সম্পর্কে বাঁধা দেয় বলে। কারণ চুলকানি সম্পর্ক মানে নানে বেশীরভাগ ক্ষেত্রেই।
সামাজিক বা রাষ্ট্রীয় বা ধর্মীয় আইনে আপনি হলেন নষ্টা আর আপনার শ্বশুর হল নষ্ট এবং সামাজিক অবক্ষয়ের জন্য আপনাদের অবাধ মেলামেশা বহুলাংশে দায়ী।
বিষয়: বিবিধ
২৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন